ঢাকা রবিবার, ২০ জুলাই, ২০২৫

উচ্চশিক্ষায় স্কলারশিপ দিচ্ছে নিউজিল্যান্ড, আবেদন করতে পারবেন কারা

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৯, ২০২৫, ০৮:০৭ পিএম
ক্যাম্পাসে বসে বন্ধদের সঙ্গে আড্ডা দিচ্ছেন শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

নিউজিল্যান্ডের ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য স্নাতক ও স্নাতকোত্তর পর্যায়ে অধ্যয়নের সুযোগ করে দিতে ‘টঙ্গারওয়া স্কলারশিপ’ প্রদান করছে। বাংলাদেশসহ বিশ্বের যে কোনো দেশের শিক্ষার্থীরা এ স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন।

সরকারি এ বিশ্ববিদ্যালয়টি নিউজিল্যান্ডের রাজধানী ওয়েলিংটনে অবস্থিত। ভিক্টোরিয়া ইউনিভার্সিটি অব ওয়েলিংটন আইন, ইতিহাস ও রাষ্ট্রবিজ্ঞানের ক্ষেত্রে বিশেষভাবে পরিচিত। গবেষণায় এর সুনাম রয়েছে বিশ্বব্যাপী।

সুযোগ-সুবিধা-

*যে কোনো দেশের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন

*টিউশন ফি মওকুফ করা হবে

*স্নাতকের শিক্ষার্থীদের ১০ হাজার নিউজিল্যান্ড ডলার প্রদান করা হয়

*স্নাতকোত্তরের জন্য ৫ হাজার নিউজিল্যান্ড ডলার দেওয়া হয়

*আবাসন-সুবিধাসহ বিভিন্ন অনুদান প্রদান করা হবে

*আবেদনকারীদের বিশ্ববিদ্যালয়ের যে কোনো বিষয়ে পড়ার সুযোগ রয়েছে

আবেদনের যোগ্যতা-

*আবেদনকারীকে অবশ্যই আন্তর্জাতিক শিক্ষার্থী হতে হবে

*নিউজিল্যান্ডের শিক্ষার্থীরা এ স্কলারশিপের যোগ্য নয়

*আবেদনকারীকে বিশ্ববিদ্যালয়ের যে কোনো প্রোগ্রামে ভর্তি হতে হবে

*অ্যাকাডেমিকে ফলাফল ভালো হতে হবে

*ইংরেজি ভাষাদক্ষতার কোর্স সম্পন্ন করতে হবে

আবেদন প্রক্রিয়া-

অনলাইনে আবেদন করতে পারবেন আগ্রহী প্রার্থীরা। আবেদন করতে এবং বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।

আবেদনের শেষ সময়- ১ আগস্ট ২০২৫