দেশের সাতটি সরকারি কলেজে নতুন অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের মাধ্যমিক উচ্চ শিক্ষা বিভাগের সরকারি কলেজ শাখা-২ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে মোট ৭ জন অধ্যাপককে অধ্যক্ষ ও উপাধ্যক্ষ হিসেবে দেশের বিভিন্ন সরকারি কলেজে বদলি বা পদায়ন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) উপসচিব মো. আব্দুল কুদ্দুসের সইযুক্ত এ প্রজ্ঞাপন জারি করা হয়।
প্রজ্ঞাপনে বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারের এসব কর্মকর্তাকে পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নিজ নিজ বেতন ও বেতনক্রমে বদলি করা হয়েছে বলে জানানো হয়েছে।
প্রজ্ঞাপন অনুযায়ী, অধ্যাপক সুব্রত কুমার সাহা (হিসাববিজ্ঞান), যিনি এতদিন সাদত সরকারি কলেজ, টাঙ্গাইলে উপাধ্যক্ষ ছিলেন, তাকে একই কলেজেই অধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে। শহীদ সোহরাওয়ার্দী সরকারি কলেজের অধ্যাপক তাহমিনা ইসলামও (সমাজকল্যাণ) উপাধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন একই কলেজে। অধ্যাপক বাহারুল মোহাম্মদ আবদুল বাতেন (দর্শন) অধ্যক্ষ হিসেবে পদায়ন পেয়েছেন লক্ষ্মীপুর সরকারি মহিলা কলেজে।
একইভাবে অধ্যাপক মো. ইফতেকার আলীকে (পরিসংখ্যান) ধামরাই সরকারি কলেজের অধ্যক্ষ, অধ্যাপক মো. আবদুল হান্নান খন্দকারকে (ইতিহাস ও সংস্কৃতি) ব্রাহ্মণবাড়িয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ, অধ্যাপক এ কে এম রেজাউল করিমকে (দর্শন) পদ্মা সরকারি কলেজের অধ্যক্ষ এবং অধ্যাপক ফকির ফারুক আহম্মেদকে (ইতিহাস ও সংস্কৃতি) ঘিওর সরকারি কলেজের উপাধ্যক্ষ হিসেবে পদায়ন করা হয়েছে।
নির্দেশোনায় বলা হয়েছে, বদলি হওয়া কর্মকর্তারা আগামী ৩ আগস্টের মধ্যে তাদের বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হবেন। নির্ধারিত সময়ের মধ্যে অবমুক্ত না হলে একই দিনে বিকেলে তাদের তাৎক্ষণিকভাবে অবমুক্ত গণ্য করা হবে। প্রত্যেক কর্মকর্তাকে পিডিএস প্ল্যাটফর্মে লগইন করে অনলাইনেই অবমুক্তি ও যোগদান প্রক্রিয়া সম্পন্ন করতে বলা হয়েছে।
তবে এ প্রজ্ঞাপনের মাধ্যমে প্রশাসনিক কারণে গত ২ জুলাই প্রকাশিত এক আদেশে উল্লেখিত অধ্যাপক ড. মহিউদ্দিন মো. শাহজাহান ভূঁইয়ার বদলি আদেশ বাতিল করা হয়েছে ।

 
                             
                                     সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন