সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের শূন্যপদ পূরণে উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।
এর অংশ হিসেবে সরাসরি নিয়োগযোগ্য ২ হাজার ৩৮২টি প্রধান শিক্ষকের পদে নিয়োগ চেয়ে সরকারি কর্ম কমিশনকে (পিএসসি) চিঠি পাঠানো হয়েছে। খুব শিগগিরই এসব পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।
মঙ্গলবার (২৯ জুলাই) মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা আব্দুল্লাহ শিবলী সাদিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
দেশে বর্তমানে ৬৫ হাজার ৫৬৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৬৫ হাজার ৫০২টি। এর মধ্যে বর্তমানে ৩১ হাজার ৩৯৬ জন প্রধান শিক্ষক কর্মরত থাকায় ৩৪ হাজার ১০৬টি পদ শূন্য রয়েছে।
এই বিপুল সংখ্যক শূন্যপদের মধ্যে ২,৬৪৭টি পদ সরাসরি নিয়োগের উপযোগী। মন্ত্রণালয় ১০ শতাংশ পদ সংরক্ষণ রেখে বাকি ২,৩৮২টি পদের জন্য সরাসরি নিয়োগের উদ্যোগ নিয়েছে। এ লক্ষ্যে ইতোমধ্যে পিএসসি সচিবালয়ে নিয়োগ চাহিদাপত্র পাঠানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক শিক্ষার মান উন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দীর্ঘদিন ধরে এসব পদ শূন্য থাকায় বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। তাই দ্রুত নিয়োগ ও পদোন্নতির মাধ্যমে সংকট নিরসনের পরিকল্পনা নেওয়া হয়েছে।
প্রায় ৩১ হাজার ৪৫৯টি পদ সহকারী শিক্ষক থেকে পদোন্নতির মাধ্যমে পূরণের জন্য নির্ধারিত রয়েছে। তবে জাতীয়করণকৃত শিক্ষকদের গ্রেডেশন সংক্রান্ত ৭৩/২০২৩ নম্বর সিভিল আপিল মামলার নিষ্পত্তি না হওয়ায় পদোন্নতির কার্যক্রম স্থগিত রয়েছে। মামলা নিষ্পত্তি হলেই এসব পদে পদোন্নতি দেওয়া হবে।
এতে আশা করা হচ্ছে, পুরো প্রক্রিয়া সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়গুলোতে জনবলের ঘাটতি দূর হবে এবং শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে।
আপনার মতামত লিখুন :