ছাত্রদলের হল কমিটি ঘোষণাকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে বিক্ষোভ মিছিল করেছেন একাধিক হলের শিক্ষার্থীরা ।
শুক্রবার (৮ আগস্ট) মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে টিএসসি এলাকায় জড়ো হয়ে হন শিক্ষার্থীরা।
বিশ্ববিদ্যালয়ের ছাত্রী হলগুলোর মধ্যে কবি সুফিয়া কামাল হল, শামসুন্নাহার হল, রোকেয়া হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হল এবং কুয়েত মৈত্রী হলের শিক্ষার্থীরা হলে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন।
অন্যদিকে, হাজী মুহম্মদ মুহসীন হল ও এ এফ রহমান হলের শিক্ষার্থীরা হল থেকে বেরিয়ে মিছিল নিয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করেন এবং টিএসসি চত্বরে একত্রিত হন। এরপর অন্যান্য হল থেকেও শিক্ষার্থীরা মিছিলে যোগ দেন।
বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ‘হল কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন”, “গুপ্ত কমিটির বিরুদ্ধে ডাইরেক্ট অ্যাকশন’সহ নানা স্লোগান দেন।
এদিকে এ ঘটনায় বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের শিক্ষার্থীরা হল প্রোভোস্ট থেকে এই মর্মে স্বাক্ষর নেয় যে, আজ ০৮-০৮-২০২৫ রাত ১১টার মধ্যে ছাত্রদলের হল কমিটি স্থগিত করতে হবে। নতুবা কমিটির সদস্যদের হল থেকে বহিস্কার করা হবে।
হলের মধ্যে গুপ্ত রাজনীতি পরিচালনা করা যাবে না। গুপ্ত রাজনীতির সাথে জড়িত সকল ব্যক্তির পরিচয় প্রকাশ করতে হবে। ভবিষ্যত হলের মধ্যে ছাত্র রাজনৈতিক সংগঠন কর্তৃক প্রদত্ত সৌজন্যমূলক উপহার সামগ্রী গ্রহণ করা যাবে না। হলে সিট প্রদানের ক্ষেত্রে রাজনৈতিক বিবেচনা আমলে নেওয়া যাবে না।
আপনার মতামত লিখুন :