লক্ষ্মীপুর জেলা জামায়াতের আমীর এসইউএম রুহুল আমিন ভূঁইয়া বলেছেন, ‘আওয়ামী লীগ এখন রাজনীতি থেকে বিদায় নিয়েছে। শেখ হাসিনা দলবলসহ পালিয়ে গেছেন। তার সঙ্গে ৪৫ জন মন্ত্রী এবং ৩০০ জন এমপিও একত্রে পালিয়েছে। তাদের অপকর্মের কারণেই তারা আর এলাকাতে টিকতে পারছে না।’
শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরের দালালবাজারে আয়োজিত বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও পিআর পদ্ধতিতে নির্বাচনসহ ৫ দফা দাবিতে যুগপৎ আন্দোলনের অংশ হিসেবে সদর উপজেলা জামায়াত এই সমাবেশের আয়োজন করে।
রুহুল আমিন বলেন, ‘ইনু-মেনন-গোলাম কাদেরদের সঙ্গ নিয়েই আওয়ামী লীগ আবার নির্বাচনী মাঠে নামতে চায়। আমরা স্পষ্ট জানিয়ে দিচ্ছি—আওয়ামী লীগ বা তার দোসর ১৪ দল-মহাজোটের কোনো নেতাকে নির্বাচনের মাঠে দেখতে চায় না জাতি।’
তিনি আরও বলেন, ‘তারা অপরাধ স্বীকার করে আত্মসমর্পণ করুক। তাদের জন্য জেলখানায় সুন্দর ব্যবস্থা রয়েছে। গণহত্যার জন্য আওয়ামী লীগ দায়ী, আর ওই ১৪ দল ও জাতীয় পার্টিও সমানভাবে দায়ী। তাই তাদেরও দৃশ্যমান বিচারের আওতায় আনা হবে।’
এ সময় আরও বক্তব্য দেন সদর উপজেলা জামায়াতের আমীর হুমায়ুন কবীর, নায়েবে আমীর আলমগীর হোসেন ও জয়েন্ট সেক্রেটারি আনোয়ার পাটোয়ারী প্রমুখ।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন