শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


এফ এ শাহেদ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:৪৩ এএম

নেতৃত্বের হিস্যার দ্বন্দ্বে ঝুলে গেছে মিলে যাওয়া

এফ এ শাহেদ

প্রকাশিত: সেপ্টেম্বর ২৭, ২০২৫, ০২:৪৩ এএম

ছবি- রূপালী বাংলাদেশ

ছবি- রূপালী বাংলাদেশ

২০১৮ সালের কোটা সংস্কার এবং ২০২৪ সালের জুলাই অভ্যুত্থানের উত্তাল আন্দোলন থেকে জন্ম নেওয়া তরুণদের দুটি দল গণঅধিকার পরিষদ ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘একীভূত’ হওয়ার গুঞ্জন চলছে। আদর্শিক দৃষ্টিভঙ্গি ও রাজনৈতিক কর্মসূচিতে মিল থাকায় দুই দলের অআনুষ্ঠানিক আলোচনাও হয়েছে কয়েকবার। একীভূত হওয়ার বাইরে বিকল্প চিন্তাভাবনার কথাও উঠে এসেছে এরই মধ্যে। তবে মূল নেতৃত্বে এনসিপি না গণঅধিকার পরিষদ আসবে, সে প্রশ্নেই ঝুলে গেছে দুই দলের একীভূত হওয়ার পরিকল্পনা। 

দুই দলের একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, একীভূত হওয়া যতটা সহজ ভেবেছিলেন, বিষয়টি ততটাই কঠিন বলে মনে করছেন এখন। তাই একীভূত হওয়ার বিকল্প হিসেবে জোটবদ্ধ আন্দোলন কিংবা বিষয়ভিত্তিক আন্দোলনের চিন্তা করছেন শীর্ষ নেতারা। তার পরও দুই দলের শীর্ষস্থানীয় নেতাদের প্রত্যাশা, সংকট কাটিয়ে নতুন সম্ভাবনা সৃষ্টি হবে। 

এনসিপির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন, একীভূত দলের নেতৃত্বে কার কী অবস্থান হবে, সে বিষয়ে মতপার্থক্য দূর করা যাচ্ছে না। নেতৃত্বের হিস্যা নিয়েই একীভূতকরণ প্রক্রিয়াটি চ্যালেঞ্জের মুখে পড়েছে। এদিকে ঐক্যের বিষয়ে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম জানিয়েছেন, জনগণ এ দুটি দলকে একসঙ্গে দেখতে চায়, জন-আকাক্সক্ষার জায়গা থেকে আলোচনা শুরু হয়েছে।

এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব জানান, এনসিপি-গণঅধিকার একীভূত হওয়ার বিষয়টি আলোচনার পর্যায়ে রয়েছে। বিকল্প অন্য কোনো উপায়ে একসঙ্গে পথ চলা যায় কি না, সে বিষয়েও দুই দলের মধ্যে আলোচনা হচ্ছে। 

এনসিপির যুগ্ম সদস্যসচিব সালেহ উদ্দিন সিফাত রূপালী বাংলাদেশকে বলেন, ‘রাজনৈতিক সমঝোতা বা জোটের প্রশ্নে দুই দলের মধ্যে অনানুষ্ঠানিক কিছু বৈঠক হয়েছে। তবে আনুষ্ঠানিক কোনো আলোচনা এখনো হয়নি। যেহেতু বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় জড়িত রয়েছে, একই সঙ্গে এনসিপির নিবন্ধনের কাজ প্রক্রিয়াধীন। অন্যদিকে গণঅধিকার পরিষদ ইতিমধ্যে একটি নিবন্ধিত রাজনৈতিক দল। তাই আলোচনা চলমান রয়েছে।’

এনসিপির যুগ্ম মুখ্য সংগঠক ডা. মাহমুদা মিতু জানান, তরুণদের দল দুটি একীভূত হলে তৃতীয় শক্তি হবে নাকি আরও বৃহৎ শক্তি হবে, সে সিদ্ধান্ত নেবে জনগণ। আগের রাজনৈতিক সমীকরণ আর বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এক নয়। রাজনীতির সমীকরণ অনেকটা চেঞ্জ হয়ে গেছে, আগামী পাঁচ বছরের মধ্যে আরও চেঞ্জ হবে বলেও মনে করেন তিনি।

অন্যদিকে গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও গণমাধ্যম সমন্বয়ক আবু হানিফ রূপালী বাংলাদেশকে জানান, ফ্যাসিবাদের উত্তাল সময়ে রাজপথের আন্দোলন-সংগ্রাম থেকে গড়ে ওঠা দল গণঅধিকার পরিষদ। ’১৮-এর কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া তরুণদের নেতৃত্বে ২০২১ সালে দলটি গঠিত হয়। দল গঠনের আগে এই তরুণদের নেতৃত্বে ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদ দেশের মানুষের পক্ষে রাজপথে কথা বলেছে, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ করেছে।

পরবর্তী সময়ে এই তরুণদের বড় একটি অংশ ’২৪-এর গণঅভ্যুত্থানেও নেতৃত্ব দিয়েছে। আবার ’২৪-এর গণঅভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া সামনের সারির অনেকের রাজনীতির হাতেখড়ি এই গণঅধিকার পরিষদে। ফলে এনসিপি ও গণঅধিকারের ঐক্য হলে সেটা নুরুল হক নুরের নেতৃত্বেই হওয়া উচিত।

তিনি বলেন, ‘একীভূতকরণ বেশ জটিল প্রক্রিয়া বিধায় আমরা বিকল্প চিন্তাও করছি। আগামী দিনে কীভাবে একসঙ্গে পথ চলা যায়, সে ধরনের একটা প্রক্রিয়া নিয়ে আলোচনা হচ্ছে। সেটা একীভূতকরণও হতে পারে, আবার জোটবদ্ধ বা ইস্যুভিত্তিক আন্দোলনও হতে পারে।’

আওয়ামী লীগ ও বিএনপির পর তৃতীয় দল হিসেবে দেখা হতো জাতীয় পার্টিকে। তবে জুলাই অভ্যুত্থানের পর অবস্থান হারিয়েছে তারা। এ ক্ষেত্রে তরুণদের দল দুটি ঐক্যবদ্ধ হলে দেশে তৃতীয় বৃহৎ দল গড়ে উঠতে পারে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তারা মনে করেন, গণঅধিকার পরিষদ ও এনসিপি একীভূত হলে সেই তৃতীয় শক্তির সূচনা হওয়ার সম্ভাবনা রয়েছে। 

প্রসঙ্গত, দল দুটির একীভূতকরণের খবর গণমাধ্যমে আসে গত সপ্তাহে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকারের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর আহত হওয়ার পর দুই দলের নেতাদের মধ্যে একত্রিত হওয়ার চিন্তাভাবনা শুরু হয়। পরে একীভূত হওয়ার জন্য দল দুটির শীর্ষ পর্যায়ের অন্তত ১৫ জন প্রতিনিধি কয়েক দফায় আলোচনাও করেছিলেন। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম, মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটওয়ারী ও গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক মো. রাশেদ খান একীভূত হওয়ার বিষয়ে স্পষ্ট বক্তব্যও দিয়েছেন। 

২০১৮ সালের কোটা সংস্কার আন্দোলনে নেতৃত্ব দেওয়া নুরুল হক নুরের ছাত্র অধিকার পরিষদে থাকা নেতাদের একাংশ সেই একই দাবিতে গত বছর আন্দোলনে নামে, যার ধারাবাহিকতায় অভূতপূর্ব এক গণঅভ্যুত্থান ঘটে বাংলাদেশে। এই আন্দোলেনের ধারাবাহিকতায় গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হন। এই অভ্যুত্থান থেকেই চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি আত্মপ্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

রূপালী বাংলাদেশ

Link copied!