অজ্ঞাত নারীর সাথে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসানের সদৃশ একটি অশ্লীল ভিডিও ভাইরালের ঘটনায় রেজিস্ট্রারকে সাময়িক অব্যাহতি প্রদানের দাবী জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের বাঙালি জাতীয়তাবাদ ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম।
রবিবার (২ জুন) সকালে শাপলা ফোরামের সভাপতি অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্মণের সভাপতিত্বে অনুষ্ঠিত কার্যনিবাহী পর্ষদের সভা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক অধ্যাপক ড. রবিউল হোসেনের সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই দাবী জানান শাপলা ফোরামের নেতারা। পাশাপাশি ইতোপূর্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্টও দ্রুত সময়ের মধ্যে প্রকাশের দাবী জানান তারা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রেজিস্ট্রার পদটি বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ পদ। পদাধীকারবলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সভা ও দাপ্তরিক কাজে উপস্থিত থাকতে হয়। এমন একটি অশ্লীল ভিডিও প্রকাশিত হওয়ার ফলে গুরুত্বপূর্ণ বিভিন্ন সভা ও দাপ্তরিক কাজে উনার উপস্থিতির কারণে একটি বিব্রতকর পরিস্থিতি সৃষ্টির সম্ভাবনা আছে। এমতাবস্থায় প্রকাশিত ঘটনার সত্য উদঘাটিত না হওয়া পর্যন্ত রেজিস্ট্রার পদ থেকে তাঁকে সাময়িক ভাবে অব্যাহতি প্রদানের দাবি জানানোর সর্বসম্মত সিদ্ধান্ত গৃহীত হয়।
এছাড়াও, শাপলা ফোরামের সভায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রারের অশ্লীল ভিডিও প্রকাশিত সংবাদ পর্যালোচনা করে বিষয়টির সত্যাসত্য উদঘাটনের নিমিত্তে তদন্ত কমিটি গঠনের জোর দাবির পাশাপাশি ইতোপূর্বে তার জনৈক এক ঠিকাদারের সাথে অনৈতিক আর্থিক লেনদেনের বিষয়ে একটি অডিও বিভিন্ন প্রিন্ট ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হওয়ার ফলে একটি তদন্ত কমিটি গঠিত হয়। উক্ত কমিটির তদন্ত রিপোর্ট দ্রুতসময়ের মধ্যে প্রকাশ করে কার্যকর ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয়।