ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা 

এক বছরে ১২৩ সংগঠন ১৬০৪ বার সড়ক অবরোধ করেছে

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৩৯ এএম
স্বরাষ্ট্র উপদেষ্টা 

কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগ অবশ্যই নির্বাচন ভঙ্গ (ভ-ুল) করতে চাইবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। গতকাল রোববার সচিবালয়ে আইনশৃঙ্খলাসংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান। এ সময় তিনি বলেন, অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর ১২৩টি সংগঠন ১ হাজার ৬০৪ বার সড়ক অবরোধ করেছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী।

তিনি বলেন, পুলিশ যেন কর্মক্ষেত্রে নিরপেক্ষ আচরণ করে সভায় সেই বিষয়ে আলোচনা হয়েছে। মূলত আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে। পুলিশ সংস্কার কমিশন, রাজনৈতিক দলগুলোর কার্যকলাপ, মাদক, সামাজিক যোগাযোগমাধ্যমে উসকানি ও মিথ্যা সংবাদ প্রকাশের বিষয়ে আলোচনা হয়েছে।নির্বাচন ও রাজনৈতিক দলের কার্যকলাপ নিয়ে কী আলোচনা হয়েছে জানতে চাইলে উপদেষ্টা বলেন, ফ্যাসিস্ট সরকারের পতনের পর রাজনৈতিক দলগুলোর মধ্যে যে ঐক্যটা ছিল, সেটা ধরে রাখতে হবে। এটা নিয়ে আলোচনা হয়েছে। রাজনৈতিক দলগুলোর মধ্যে মতানৈক্য থাকতে পারে জাতির বৃহত্তর স্বার্থে, গণতন্ত্রের পথে উত্তরণে সব রাজনৈতিক দলকে ক্ষুদ্র ব্যক্তি ও দলীয় স্বার্থকে পরিত্যাগ করে ঐক্যবদ্ধ থাকতে হবে। এই ঐক্যে যদি ফাটল ধরে তাহলে এর মধ্যে ফ্যাসিস্ট দোসররা বিশৃঙ্খলা ও নৈরাজ্যকর পরিস্থিতি সৃষ্টি করতে পারে।

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচন কতটা নিরপেক্ষ, নিরাপদ ও সুষ্ঠু হবে তা নির্ভর করে নির্বাচনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলগুলোর ওপর। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনে নিরাপত্তা প্রদান ও আইনশৃঙ্খলা বজায় রাখার ক্ষেত্রে সর্বাত্মক সহযোগিতা করে যাবে। এ জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত রয়েছি।

তিনি বলেন, জনগণের অবাধ স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের বিষয়টি গুরুত্বপূর্ণ। এ বিষয়টি রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। সবার অংশগ্রহণ রাজনৈতিক দলগুলোকে নিশ্চিত করতে হবে। সর্বোপরি সবার সহযোগিতায় বর্তমান অন্তর্বর্তী সরকার একটি অবাধ শান্তিপূর্ণ ও উৎসবমুখর নির্বাচন উপহার দিতে পারব বলে আমরা আশা করি।

পুলিশের নিরপেক্ষতার সঙ্গে সঙ্গে নিষ্ক্রিয়তা নিয়েও প্রশ্ন উঠছে। এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পুলিশ যদি অ্যাকটিভ হয়, তখন আবার বলে ওভার (বাড়াবাড়ি) করে ফেলেছে। ক্রিকেট খেলার মতো দাগ দেওয়া তো মানুষের ক্ষেত্রে সম্ভব হয় না যে, এর বাইরে হলে ওয়াইড। মানুষের ক্ষেত্রে এটা করে দেওয়া বড় মুশকিল। আমরা চেষ্টা করছি। গতকালকে আগুন ধরিয়ে দিয়েছে, আগুন ধরানোর আগেই যদি পুলিশ অ্যাকশনে চলে যেত তখন আপনারা বলতেন, শান্তিপূর্ণ অনুষ্ঠানে পুলিশ কেন বাধা দিল! নিয়ম ছিল আগুনটা ধরানোর আগেই অ্যাকশনে যাওয়া।