যশোরের চৌগাছা উপজেলার চৌগাছা সদর ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম বজলুর রশীদ প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। এ নিয়ে চৌগাছার দুটি ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ করা হলো।
গত বৃহস্পতিবার যশোরের ডিসি মো. আজাহারুল ইসলাম এক অফিস আদেশে প্রশাসক নিয়োগ করলেও গতকাল বিষয়টি জানাজানি হয়। একই অফিস আদেশে জেলার শার্শা উপজেলার কায়বা ও পুটখালি ইউনিয়ন পরিষদেও প্রশাসক নিয়োগ করা হয়েছে।
আবুল কাশেম নৌকার প্রার্থী হিসেবে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় ইউপি চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন। তিনি উপজেলা আওয়ামী মৎস্যজীবী লীগের সভাপতি, উপজেলা আওয়ামী লীগের সদস্য এবং চৌগাছা সদর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।