দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক পদে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির ফলাফল প্রকাশিত হয়েছে। মোট এক লাখ ৪২ হাজার শূন্যপদ থাকলেও যোগ্য প্রার্থী না পাওয়ায় ৫৮ হাজার ৪১৫টি পদ শূন্য থেকে গেছে। এনটিআরসিএর মাধ্যমে এই নিয়োগ প্রক্রিয়া ডিজিটালভাবে পরিচালনা করা হয়েছে।
এনটিআরসিএ জানিয়েছে, এই গণবিজ্ঞপ্তিতে মোট ৫৭ হাজার ৮৪০ জন প্রার্থী আবেদন করেছিলেন। মেধাক্রম ও নির্ধারিত যোগ্যতার ভিত্তিতে ৪১ হাজার ৬২৭ জন প্রার্থীর নিয়োগের সুপারিশ করা হয়েছে। শূন্য থাকা ৫৮ হাজার ৪১৫টি পদ দ্রুত পূরণের জন্য পরবর্তী গণবিজ্ঞপ্তির মাধ্যমে ব্যবস্থা নেওয়া হবে।
শিক্ষা উপদেষ্টা জানিয়েছেন, শিক্ষক নিবন্ধনের মাধ্যমে মেধাবী, যোগ্য ও দক্ষ শিক্ষকদের তালিকা তৈরি করা হয়েছে। তারা আগামী প্রজন্মকে উপযুক্তভাবে গড়ে তুলবে। সর্বোচ্চ নম্বরপ্রাপ্ত এবং নির্দিষ্ট বিষয়ের উপযুক্ত প্রার্থীদের তথ্য ডিজিটালি যাচাই-বাছাই করে নির্বাচন করা হয়েছে। আশা করি, শিক্ষক নিয়োগ প্রক্রিয়ার এই ডিজিটাল রূপান্তর আগামী দিনগুলোতে আরও শক্তিশালী, স্বচ্ছ ও গ্রহণযোগ্য হবে।
এনটিআরসিএ চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম বলেন, ‘সর্বোচ্চ সংখ্যক শূন্যপদে নিয়োগ নিশ্চিত করতে চেষ্টা করা হয়েছে। তবে অনেক আবেদনকারী নিবন্ধন সনদে উল্লিখিত পদ, বিষয় ও প্রতিষ্ঠানের বাইরে আবেদন করেছেন, অথবা নির্বাচিত প্রতিষ্ঠানগুলোতে আসন ফাঁকা নেই। ফলে কিছু প্রার্থী বাদ পড়েছেন। শূন্য থাকা পদগুলো পরবর্তী গণবিজ্ঞপ্তিতে পূরণ করা হবে।’
ষষ্ঠ গণবিজ্ঞপ্তির এই ফলাফল শিক্ষা ক্ষেত্রে স্বচ্ছতা ও দক্ষতা নিশ্চিত করার একটি গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে বিবেচিত হচ্ছে। দেশব্যাপী বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে যোগ্য শিক্ষকের সংখ্যা বৃদ্ধি পাবে, যা শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

 
                             
                                    

 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
       -20251031160223.webp) 
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       -20251025002118.webp) 
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন