ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে প্রার্থীদের ব্যালট নম্বর চূড়ান্তভাবে ঘোষণা করা হয়েছে।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে চূড়ান্ত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।
এতে চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছেন ৪৭১ জন। এর মধ্যে ভিপি পদে ৪৫ জন, জিএস পদে ১৯ জন এবং এজিএস পদে লড়বেন ২৫ জন।
এবার প্রচারণায় প্রার্থীরা নিজেদের নামের পাশে ব্যালট নম্বরও উল্লেখ করতে পারবেন। ফলে ভোটারদের কাছে নিজেদের অবস্থান আরও স্পষ্ট করে উপস্থাপন করার সুযোগ পাচ্ছেন প্রতিদ্বন্দ্বীরা।
ভিপি প্রার্থীর ব্যালট নম্বর
জিএস প্রার্থীর ব্যালট নম্বর
এজিএস প্রার্থীর ব্যালট নম্বর
এদিকে আজ থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনের প্রচারণা। চলবে ৭ সেপ্টেম্বর রাত ১০টা পর্যন্ত। ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ভোট।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন