বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা আগস্ট মাসের বেতন কবে পাবেন তা জানা গেছে পৌনে চার লাখ শিক্ষক-কর্মচারীর এই মাসের বেতন আগামী ৪ সেপ্টেম্বর পেতে পারেন।
মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) ও এডুকেশন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (ইএমআইএস) সেলের সূত্র এসব তথ্য জানায়।
সংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয় থেকে যথা সময়ে বেতন বিল অনুমোদন হলে এ সময়সীমার মধ্যেই শিক্ষক-কর্মচারীরা আগস্টের বেতন-ভাতা পাবেন।
সূত্রগুলো বলছে, ইতিমধ্যই শিক্ষক-কর্মচারীদের আগস্ট মাসের বেতনের চূড়ান্ত অনুমোদনের (জি.ও) জন্য ফাইল শিক্ষা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয়েছে। এখন অনাকাঙ্খিত বিলম্ব না হলে শিক্ষক-কর্মচারীরা সেপ্টেম্বর মাসের ৪ তারিখের মধ্যে ইএফটিতে আগস্ট-২০২৫ মাসের এমপিও এর অর্থ পাবেন।
জানা গেছে, গত বৃহস্পতিবার মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) আওতাধীন এমপিওভুক্ত ৩ লাখ ৭৫ হাজার ৬৬০ শিক্ষক-কর্মচারীর আগস্ট মাসের বেতন-ভাতার প্রস্তাব শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়।
এরমধ্যে স্কুলের ২ লাখ ৮৯ হাজার ২০০ জন ও কলেজের ৮৬ হাজার ৪৬০ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন।
মাউশি সূত্র জানায়, প্রতিষ্ঠান প্রধানদের অনলাইন বিল দাখিলের পর তা যাচাই-বাছাই শেষে অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এই পরিমাণ অর্থ ছাড়ের ব্যবস্থা করা হয়েছে। অর্থ মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদনের পর সেপ্টেম্বরের শুরুতেই শিক্ষক-কর্মচারীদেএ বেতন-ভাতা ব্যাংকে পাঠানোর পরিকল্পনা করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন