সরকারি তিতুমীর কলেজের কেন্দ্রীয় লাইব্রেরিতে চালু হলো উচ্চগতির ইন্টারনেট সেবা। শিক্ষার্থীদের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে লাইব্রেরি কমিটি এই সেবা চালু করে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) লাইব্রেরি কমিটির উদ্যোগে বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবার কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
এর আগে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ তালুকদারের উদ্যোগে একদল শিক্ষার্থী লাইব্রেরিতে উচ্চগতির ইন্টারনেট সংযোগের দাবি জানিয়ে কমিটির আহ্বায়ক সহকারী অধ্যাপক দিলসাদ জেসমীনের কাছে লিখিত আবেদন করেন।
শিক্ষার্থীরা জানান, বিনামূল্যে উচ্চগতির ইন্টারনেট সেবা তাদের পড়াশোনায় নতুন মাত্রা যোগ করবে এবং আধুনিক শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করবে।
এই বিষয় ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী তানভীর আহমেদ তালুকদার বলেন, ‘আমরা কিছুদিন আগে লাইব্রেরি তত্ত্বাবধায়কের কাছে ইন্টারনেট সংযোগের জন্য আবেদন করেছিলাম। আজ লাইব্রেরি কমিটি উচ্চ গতির ইন্টারনেট সংযোগ দিয়েছে। এর ফলে শিক্ষার্থীরা আধুনিক শিক্ষার সুযোগ পাবে। বিভিন্ন বিষয়ে ইন্টারনেটের সাহায্য নিয়ে তাদের সমস্যাগুলো সমাধান করতে পারবে।’
এদিকে, তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছেন তিতুমীর কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক নোবেল ইসলাম সূর্য।
জানা গেছে, ‘আমার বাংলাদেশ’ নামের এই ফ্রি ওয়াইফাই সেবাটি ক্যাম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের নিচ তলায় গেটের পাশে লাগানো হয়েছে, যা প্রায় সম্পূর্ণ ক্যাম্পাসেই ইন্টারনেট কাভারেজ দিচ্ছে। এতে একসঙ্গে দুই শতাধিক ডিভাইস দ্রুতগতির ইন্টারনেট ব্যবহারের সুযোগ পাচ্ছে।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর ) ক্যম্পাসের পুরাতন বিজ্ঞান ভবনের নিচ তলায় বারকোড স্ক্যানারসহ স্টিকার সাঁটিয়ে এ কার্যক্রম শুরু করা হয়।
এ বিষয়ে জানতে চাইলে নোবেল ইসলাম সূর্য বলেন, ‘আমরা দেখেছি, অনেক শিক্ষার্থীর আবাস্থলে ওয়াফাইয়ের ব্যবস্থা থাকলেও ক্যাম্পাস এরিয়ায় ইন্টারনেট সংকটের কারণে অনেক শিক্ষার্থী বিভ্রাটে পড়ে, প্রয়োজনে ঠিকমতো যোগাযোগ করতে পারে না অনলাইনে সবার সাথে। এ কারণে ক্যাম্পাসে আমরা শিক্ষার্থীদের সুবিধার জন্য একটা দ্রুতগতির ফ্রি ওয়াইফাই সেবা চালু করেছি, যা থেকে ক্যাম্পাসের অধিকাংশ জায়গা থেকেই ইন্টারনেট সুবিধা পাওয়া যাবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন