ঢাকা রবিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৫

ভাগ্য খুলছে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া ৫ হাজার প্রার্থীর 

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ২৮, ২০২৫, ০৪:৫৭ পিএম
ক্লাস নিচ্ছেন শিক্ষিকা। ছবি- সংগৃহীত

দীর্ঘদিন অপেক্ষা আর অনিশ্চয়তার পর অবশেষে আশার আলো দেখছেন ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশ না পাওয়া প্রায় পাঁচ হাজার প্রার্থী। শিক্ষক নিয়োগ প্রক্রিয়ায় চলমান জটিলতা নিরসনে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ) তিনটি অধিদপ্তরের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতার মধ্যে সমতা আনার সিদ্ধান্ত নিয়েছে। 

রোববার (২৮ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয় এবং বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের (এনটিআরসিএ) মধ্যে অনুষ্ঠিত সভায় শিক্ষক নিয়োগের শিক্ষাগত যোগ্যতার মধ্যে সামঞ্জস্যতা একই করার সিদ্ধান্ত নেওয়া হয়।

নিবন্ধিত প্রার্থীদের দীর্ঘদিনের দাবি ছিল যে, বিভিন্ন অধিদপ্তরে একই বিষয়ের জন্য আলাদা আলাদা শিক্ষাগত যোগ্যতা থাকার কারণে তারা সুপারিশ থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় ৪০টি বিষয়ে এ ধরনের বৈষম্যের কারণে জটিলতা তৈরি হয়েছিল এবং বহু প্রার্থী দীর্ঘ অপেক্ষার পরও নিয়োগ পাননি। অবশেষে সেই দাবিই বাস্তবে রূপ নিচ্ছে।

এনটিআরসিএ বিষয়টি গুরুত্ব দিয়ে পরীক্ষা পদ্ধতি ও নিয়োগ বিধিমালা সংশোধনের উদ্যোগ নেয়। খসড়া প্রস্তাব বোর্ড সভায় অনুমোদনের পর শিক্ষা মন্ত্রণালয়ে অনুষ্ঠিত পৃথক দুটি বৈঠকে বিষয়টি চূড়ান্ত করা হয়।

সিদ্ধান্ত অনুযায়ী, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শূন্য পদ থাকলে ষষ্ঠ নিয়োগেই বঞ্চিত প্রায় পাঁচ হাজার প্রার্থী শিক্ষক পদে সুপারিশ পাওয়ার সুযোগ পাবেন।