৬ষ্ঠ গণবিজ্ঞপ্তিতে সুপারিশপ্রাপ্ত হয়েও যোগদান করেননি পাঁচ সহস্রাধিক শিক্ষক পদপ্রত্যাশী। এতে করে পদগুলো শূন্য হয়ে রয়েছে।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষকে (এনটিআরসিএ) কার্যালয়ে আয়োজিত এক কর্মশালায় এ তথ্য জানান সংস্থাটির চেয়ারম্যান মো. আমিনুল ইসলাম।
এনটিআরসিএ চেয়ারম্যান বলেন, ১৮তম শিক্ষক নিবন্ধনের মাধ্যমে ৬০ হাজার ৫২১ জন শিক্ষক নিবন্ধন সনদ অর্জন করেছেন। এসব প্রার্থী এবং ১৭তম নিবন্ধনের প্রার্থীদের আবেদনের পরিপ্রেক্ষিতে ৪১ হাজার ৬২৭ জনকে বিভিন্ন প্রতিষ্ঠানে নিয়োগ সুপারিশ করা হয়। তাদের মধ্যে এখন পর্যন্ত ৩৬ হাজার ৩৪৩ জন যোগদান করেছেন।
তবে কি কারণে সুপারিশপ্রাপ্ত হয়েও চাকরিতে যোগদান করেনি শিক্ষক পদপ্রত্যাশীরা সে বিষয়ে কিছু জানাননি এনটিআরসিএ চেয়ারম্যান।
কর্মশালায় আরও জানানো হয়, একটি বিশেষ ও ১৮টি নিবন্ধন পরীক্ষার মাধ্যমে ৭ লাখ ৩৭ হাজার ২৯৬ জনকে শিক্ষক নিবন্ধনের সনদ দেওয়া হয়েছে। সনদপ্রাপ্তদের বিষয়ভিত্তিক জাতীয় মেধাতালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
১৯টি নিবন্ধন পরীক্ষায় প্রার্থী ছিলেন এক কোটি ১৭ লাখ ৪৯ হাজার ২৯৬ জন। পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মধ্যে ১ম থেকে ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির মাধ্যমে এ পর্যন্ত এক লাখ ৭৭ হাজার ৫৭১ জনকে নিয়োগ সুপারিশ করা হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন