আরও কয়েকটি কলেজের নাম পরিবর্তন করেছে শিক্ষা মন্ত্রনালয়। সোমবার (১৩ অক্টোবর) মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে এ সংক্রান্ত আদেশ জারি করা হয়েছে।
আদেশ অনুযায়ী, টাঙ্গাইলের গোপালপুরের হাদিরা ভাদুরীরচর কলেজের নাম পরিবর্তন করে হাদিরা ভাদুরীরচর আব্দুস সালাম পিন্টু কলেজ, সিরাজগঞ্জের উল্লাপাড়ার এইচ. টি. ইমাম ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে উল্লাপাড়া ডিগ্রি কলেজ করা হয়েছে।
একই সঙ্গে সিরাজগঞ্জের শাহজাদপুরের ঠুটিয়া ডিগ্রি কলেজের নাম পরিবর্তন করে ঠুটিয়া কলেজ, বগুড়া সদরের ঠেঙ্গামারা আনসার হোসনে-আরা নৈশ মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে ঠেঙ্গামারা আনসার হোসনে-আরা মহাবিদ্যালয় করা হয়েছে।
এ ছাড়া কুড়িগ্রামের ফুলবাড়ীর খোলারহাট মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে বীর শহীদ আবু সাঈদ স্মৃতি কলেজ, কুড়িগ্রামের ফুলবাড়ীর রাশেদ খান মেনন মহাবিদ্যালয়ের নাম পরিবর্তন করে দাশিয়ার ছড়া মহাবিদ্যালয় করা হয়েছে।
এর আগে শেখ মুজিবুর রহমান, আওয়ামী লীগ নেতা ও তাদের আত্মীয়-স্বজনদের নাম বাদ দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয় অধীনে ১৬ কলেজের নাম পরিবর্তন করা হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন