জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) অভ্যন্তরীণ যাতায়াত ব্যবস্থায় ১০টি কার্টের সাথে আরও নতুন ৬টি কার্ট যুক্ত করা হয়েছে।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছে, চলতি মাসে আরও ২টি ও নভেম্বর মাসের শুরুতে ৪ টি এবং ডিসেম্বর মাসে আরো ৬টি কার্ট যুক্ত হবে। পাশাপাশি নভেম্বর মাসের শুরুতে ৫০টি জোবাইকও যুক্ত হবে।
শনিবার (২৫ অক্টোবর ) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনে অভ্যন্তরীণ ট্রান্সপোর্ট ব্যবস্থাপনা প্রতিষ্ঠানগুলোর সাথে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের সভায় এসব তথ্য জানানো হয়।
সভায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদের সভাপতিত্বে ৪টি প্রতিষ্ঠানের আমদানিকৃত কার্ট ও জোবাইক দিয়ে শিক্ষার্থীদের সেবা দেওয়ার বিষয়ে আলোচনা হয়।
সভায় প্রতিষ্ঠানগুলো বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের কল্যাণে সেবা বাস্তবায়নের সর্বাত্মক প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আবদুর রব, প্রক্টর অধ্যাপক ড. এ. কে. এম. রাশিদুল আলম, পরিবহন অফিসের ভারপ্রাপ্ত শিক্ষক অধ্যাপক ড. মো. শফিকুল ইসলাম, জাকসু'র সহ-সভাপতি আব্দুর রশিদ জিতু, সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম, পরিবহন ও যোগাযোগ সম্পাদক তানভীর রহমান।

-Farrukh-Ahmed-the-proverbial-poet-of-Bengali-literature-20251025175313.webp)
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন