রাজধানীর বকশিবাজারে ঢাকা আলিয়া মাদরাসায় শিক্ষার্থীদের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।
শনিবার (২৩ নভেম্বর) রাত ১০টার দিকে দফায় দফায় ধাওয়া-পাল্টা ধাওয়ার এ ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শী ও সাধারণ শিক্ষার্থীদের বরাতে জানা গেছে, রাতে মাদরাসার ভেতরে দুই পক্ষের মধ্যে কথাকাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে নিরাপত্তা জোরদারে সেনাবাহিনীর সদস্যরাও মোতায়েন করা হয়।
সাধারণ শিক্ষার্থীরা অভিযোগ করেন, মাদরাসার সাবেক ছাত্রলীগের কিছু প্রভাবশালী শিক্ষার্থী এখনও বিভিন্ন বিষয়ে চাপ প্রয়োগ করে। শনিবারও তারা কয়েকজন শিক্ষার্থীকে জোর করে একটি অনুষ্ঠানে নিয়ে যায়। ওই অনুষ্ঠানে অশ্লীল গান বাজানো নিয়ে অভিযোগ জানাতে গেলে কিছু শিক্ষার্থীকে মারধর করা হয়। পরে বহিরাগত কয়েকজন এসে ফের হামলা চালায় বলে অভিযোগ পাওয়া গেছে। এতে একাধিক শিক্ষার্থী আহত হন।
চকবাজার থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে। অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে।
রাত পৌনে ১১টার দিকে হলের ভেতরে এখনও কয়েকজন শিক্ষার্থী আটকে আছেন বলে জানা যায়। তাদের নিরাপদে বের করে আনতে প্রশাসন উদ্ধার অভিযান চালাচ্ছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন