ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনসমূহের অবস্থা দেখতে গতকাল শনিবার পুরান ঢাকার আরমানিটোলা, মুগদা ও বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজ সরেজমিনে পরিদর্শন করেছেন রাজউকের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম। এ সময় তিনি বলেন, ‘এই ভূমিকম্প আমাদের জন্য একটি সতর্কবার্তা ছিল। সতর্ক না হলে আমাদের জন্য বড় বিপর্যয় অপেক্ষা করছে।’
চেয়ারম্যান আরও বলেন, ‘ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ভবনসমূহের তালিকা করা হচ্ছে। ঝুঁকিপূর্ণ ভবনসমূহ সরেজমিন পরিদর্শন করে সিলগালা ও বন্ধ করে দেওয়া হচ্ছে এবং কিছু ক্ষেত্রে ঝুঁকিপূর্ণ স্থাপনা অপসারণও করা হচ্ছে। আমরা সচেতন না হলে অদূর ভবিষ্যতে চরম বিপর্যয়ের সম্মুখীন হব।’ গত শুক্রবারের ভূমিকম্পে রাজধানীর কসাইটুলীর রেলিং ভেঙে পড়া ভবনটির নকশা আগামী সাত দিনের মধ্যে দেখাতে ব্যর্থ হলে ভবনটি সিলগালা করে দেওয়া হবে বলেও এ সময় জানান রাজউকের চেয়ারম্যান।
‘অনেকগুলো প্লট নিয়ে যদি একটি বাড়ি করা হয়, তাতে হয়তো আপাতত কিছু ক্ষতি হবে তাদের। কিন্তু ক্ষতি হলেও নতুন যে বাড়ি পাবে, তাতে ক্ষতি পুষিয়ে আরও উপকারী হবে। কারণ, এখানে যে উচ্চতা পাবে বা অন্যান্য যে সুযোগসুবিধা পাবে, তাতে তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হবে না’ বলেন তিনি।
একই সময় ইঞ্জিনিয়ার রিয়াজুল ইসলাম আরমানিটোলার রেলিং ভেঙে তিনজন নিহত হওয়া ভবনটি পরিদর্শন করেন। তাৎক্ষনিকভাবে ভবনের নকশা প্রদানে ব্যর্থ হওয়ায় এবং ঝুঁকিপূর্ণ ভবনে যথাযথ নিরাপত্তা নিশ্চিত না করায় মালিকপক্ষের ওপর অসন্তুষ্ট হন। আগামী সাত দিনের মধ্যে ভবনের নকশা দাখিল এবং ভবনটির ঝুঁকিপূর্ণ অংশ অপসারণের নির্দেশ দেন তিনি।
এরপর মুগদা এলাকায় পার্শ্ববর্তী ভবনের ওপর হেলে পড়া একটি ভবন পরিদর্শন করেন রাজউক চেয়ারম্যান। পরিদর্শনের সময় সার্বিক দিক বিবেচনায় ঝুঁকি চিহ্নিত করে ভবন দুটির নিচতালায় থাকা দোকান বন্ধ করে দেওয়া হয় এবং সাত দিনের মধ্যে ভবনগুলোর নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয়। এ ছাড়া রাস্তার পাশে ফুটপাত দখল করে গড়ে ওঠা ভাসমান খাবারের দোকান ও হোটেলগুলোও অবিলম্বে বন্ধের নির্দেশ দেওয়া হয়।
পরিদর্শনের সময় বাড্ডার আলাতুন্নেসা স্কুল ও কলেজের তিনটি ভবন ঘুরে দেখেন রাজউক চেয়ারম্যান। এর মধ্যে কলামে ফাটল ধরায় দুটি ভবনের নকশা দাখিলের নির্দেশ দেওয়া হয় এবং ভবন দুটি অপসারণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়। এ সময় তাৎক্ষণিকভাবে স্কুলের পাঠ কার্যক্রম সাময়িক বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়। পরিদর্শনের সময় চেয়ারম্যানের সঙ্গে রাজউকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন