ঢাকা শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫

বুয়েটে ভর্তি পরীক্ষা ১০ জানুয়ারি, আবেদন শুরু ১৬ নভেম্বর

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: অক্টোবর ২৫, ২০২৫, ০৮:০১ পিএম
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়। ছবি - সংগৃহীত

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক ভর্তিপরীক্ষা আগামী ১০ জানুয়ারি অনুষ্ঠিত হবে। শনিবার (২৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আব্দুল জলিল জানান, আবেদন গ্রহণ শুরু হবে ১৬ নভেম্বর থেকে এবং চলবে তিন সপ্তাহ বা তার কিছু বেশি সময়। আবেদন সম্পর্কিত বিস্তারিত তথ্য শিগগিরই পত্রিকা ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

অধ্যাপক জলিল আরও জানান, ‘এবার বাছাই পরীক্ষা থাকছে না এবং ভর্তি পরীক্ষা এক ধাপে অনুষ্ঠিত হবে। অর্থাৎ, শুধুমাত্র লিখিত পরীক্ষা হবে। অন্যান্য পরীক্ষার শর্ত অপরিবর্তিত থাকবে।’

ফলাফল সম্পর্কে তিনি বলেন, ‘ফলাফল খারাপ হয়নি, বরং এবার প্রকৃত মেধা অনুযায়ী রেজাল্ট এসেছে। যারা প্রকৃত মেধাবী, তারা জিপিএ-৫ পেয়েছেন। আবেদন যোগ্যতায় কোনো পরিবর্তন নেই। এইচএসসি পরীক্ষায় পদার্থবিজ্ঞান, রসায়ন এবং গণিতে পৃথকভাবে জিপিএ-৫ পাওয়া আবশ্যক; যা আগেও ছিল।’