জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা’ অনুষ্ঠিত হচ্ছে। এসব অনুষ্ঠানমালার ২ থেকে তিনটি ছবি ও ভিডিও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। একইসঙ্গে এই ছবি ও ভিডিও নির্ধারিত ইমেইলে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের অধিদপ্তরে পাঠাতে বলা হয়েছে।
সম্প্রতি মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এক চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। এ চিঠি প্রতিষ্ঠান প্রধান ও সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে।
চিঠিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদ্যাপন-২০২৫ উপলক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘২৪-এর রঙে গ্রাফিতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ’ অন্যান্য যেসব অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হচ্ছে তার স্থিরচিত্র (২-৩টি) ও ভিডিওচিত্র (সর্বোচ্চ ১৫ সেকেন্ড) শিক্ষাপ্রতিষ্ঠানের ওয়েবসাইটে প্রকাশ করতে হবে। অনুষ্ঠানমালার স্থিরচিত্র ও ভিডিওচিত্র এই ইমেইলে (sa@moedu.gov.bd) পাঠানোর জন্য বলা হয়েছে।
এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক স্কুলের জন্য একটি বিজ্ঞপ্তি দেয় শিক্ষা মন্ত্রণালয়। যেখানে বলা হয়, সারা দেশের ৬৫ হাজার প্রাথমিক বিদ্যালয়ে মোট ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা বরাদ্দ দিয়েছে সরকার। এ বরাদ্দ ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ উপলক্ষে দেওয়া হয়েছে।
এই অনুষ্ঠান পালনের জন্য দেশে প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ের জন্য বরাদ্দ ধরা হয়েছে ২৫০০ টাকা করে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বরাদ্দকৃত এই অর্থ ২০২৫-২৬ অর্থবছরের পরিচালন বাজেটের ‘অনুষ্ঠান/উৎসবাদি’ খাত থেকে মেটানো হবে।
এতে আরও বলা হয়, ‘শিশু শহীদদের স্মরণে দেশব্যাপী জুলাইকেন্দ্রিক অনুষ্ঠান’ উপলক্ষে সারা দেশে মোট ১৬ কোটি ৩৯ লাখ ১৫ হাজার টাকা সংশ্লিষ্ট উপজেলা বা থানা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবর বরাদ্দ ও মঞ্জুরি প্রদান করা হয়েছে।’
আপনার মতামত লিখুন :