ইডেন মহিলা কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের দুই ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে মৌমিতা পরিবহনের ৯টি বাস আটক করেছেন শিক্ষার্থীরা।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুর ২টার দিকে রাজধানীর সড়কে চলাচলকারী মৌমিতা পরিবহনের বাসগুলো আটকে ইডেন কলেজের খেলার মাঠে রাখা হয়। এই কর্মসূচিতে অংশ নেন ইডেন কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা।
ভুক্তভোগী দুই ছাত্রী জানিয়েছেন, গতকাল (বুধবার) বিকেলে ইডেন কলেজ থেকে সাভার যাওয়ার পথে মৌমিতা পরিবহনের হেলপার ও কন্ডাক্টর অশ্রাব্য ভাষায় কথা বলেন এবং গায়ে হাত দেওয়ার চেষ্টা করেন।
ইডেন কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী পুতুল বলেন, এই রুটে চলাচলকারী মৌমিতা পরিবহনের চালক ও সহকারীদের বিরুদ্ধে অভিযোগ নতুন নয়। তারা খারাপ আচরণ করে, এমনকি শিক্ষার্থীদের কাছ থেকে হাফ ভাড়াও নিতে চায় না।
ঢাকা কলেজের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাসুদ বলেন, এই রুটে সাধারণত শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ কম হলেও গুটিকয়েক চালক-হেলপার অহেতুক সাহস দেখায়। যারা আমাদের বোনদের সঙ্গে এমন আচরণ করেছে, তাদের অবশ্যই আইনের আওতায় আনতে হবে।
তিনি আরও বলেন, গতকাল যে ঘটনা ঘটেছে, তা অত্যন্ত দুঃখজনক। মৌমিতা বাসের এক হেলপার ও সহকারী দুই ছাত্রীকে শ্লীলতাহানির চেষ্টা করেছে। এতে ক্ষুব্ধ হয়ে আজ বাসগুলো আটক করা হয়েছে।
শিক্ষার্থীরা জানিয়েছেন, সুষ্ঠু সমাধান না হওয়া পর্যন্ত বাসগুলো ছেড়ে দেওয়া হবে না।