ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনে ভাইস প্রেসিডেন্ট (ভিপি) পদে লড়তে চেয়েছিলেন নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক নেতা জুলিয়াস সিজার তালুকদার। কিন্তু প্রার্থিতা ঘোষণার আগেই ভোটার তালিকা থেকেই বাদ পড়ছেন তিনি।
মঙ্গলবার (১২ আগস্ট) দুপুরে মনোনয়নপত্র সংগ্রহের প্রথম দিন ভিপি পদে ফরম নেন জুলিয়াস সিজার। ২০১৯ সালে নিষিদ্ধ ছাত্রলীগের প্যানেল থেকে সলিমুল্লাহ মুসলিম (এসএম) হল সংসদে জয়ী হয়েছিলেন তিনি।
ডাকসু নির্বাচনে তার প্রার্থিতা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনা শুরু হয়েছে। বিকেলে একদল শিক্ষার্থী ক্যাম্পাসে বিক্ষোভও করেন।
এমন পরিস্থিতিতে এসএম হলের রিটার্নিং অফিসার ও আবাসিক শিক্ষক জাওয়াদ ইবনে ফরিদ চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিনের কাছে চিঠি দিয়ে তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার অনুরোধ জানান শিক্ষার্থীরা।
চিঠির অনুলিপি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সাইফুদ্দীন আহমেদের কাছেও পৌঁছেছে। বিকেলে প্রক্টর বিষয়টি নিশ্চিত করে বলেন, হল প্রভোস্টের পক্ষে রিটার্নিং অফিসারের পাঠানো চিঠি তারা পেয়েছেন এবং তাকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হবে।
চিঠিতে উল্লেখ করা হয়, অপরাধ বিজ্ঞান বিভাগের ২০১৪-১৫ সেশনের শিক্ষার্থী জুলিয়াস সিজার তালুকদারের বিরুদ্ধে বিগত ফ্যাসিবাদী সরকারের সময় শিক্ষার্থী নির্যাতনের সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া গেছে। এ অবস্থায় ডাকসুর ভোটার তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার অনুরোধ জানানো হচ্ছে।
তবে জুলিয়াস সিজার তালুকদার দাবি করেছেন, ২০১৯ সালের পর থেকে তিনি আর ছাত্রলীগের সঙ্গে যুক্ত নন। পরবর্তীতে তিনি স্বেচ্ছাসেবী সংগঠন ‘ঢাকা বিশ্ববিদ্যালয় নিরাপত্তা মঞ্চ’ প্রতিষ্ঠা করে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কাজ শুরু করেন। তিনি আরও জানান, ২০১৭ সালে এসএম হল ছাত্রলীগের কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।