ঢাকা সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

বাকৃবি শিক্ষার্থীদের রেলপথ অবরোধ, ট্রেন চলাচল বন্ধ

বাকৃবি প্রতিনিধি
প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০১:৪৫ পিএম
তিন দফা বাস্তবায়নের দাবিতে কৃষিবিদ শিক্ষার্থীদের রেলপথ অবরোধ। ছবি- রূপালী বাংলাদেশ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) কৃষি অনুষদের শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবি বাস্তবায়ন এবং ডিপ্লোমাধারীদের ‘অযৌক্তিক’ দাবির প্রতিবাদে ঢাকা-ময়মনসিংহ রেলপথ অবরোধ করেছেন। এর ফলে এ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

রোববার (৩১ আগস্ট) সকাল সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের জব্বার মোড়ে ঢাকাগামী ‘হাওর এক্সপ্রেস’ ট্রেন আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। এতে ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগে স্থবিরতা নেমে আসে।

শিক্ষার্থীদের দাবি

আন্দোলনকারীরা জানান, পূর্বঘোষিত ‘এগ্রি ব্লকেড’ কর্মসূচির অংশ হিসেবেই তারা এ অবরোধের ডাক দিয়েছেন।

তাদের অভিযোগ, ডিপ্লোমাধারীরা একদিকে যেমন অযৌক্তিক দাবি জানাচ্ছেন, অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে কৃষিবিদ নারী শিক্ষার্থীদের উদ্দেশে কটূক্তিও করছেন। এ ঘটনায় তারা তীব্র প্রতিবাদ জানান।

তিন দফা হলো-

১. ডিএই, বিএডিসি ও অন্যান্য গবেষণা প্রতিষ্ঠানে ১০ম গ্রেডের (উপ-সহকারী কৃষি কর্মকর্তা/উপ-সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা/সমমান) পদ কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে।

২. নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হওয়া ছাড়া ৯ম গ্রেডে (বিএডিসির কোটা বাতিল) পদোন্নতির কোনো সুযোগ রাখা যাবে না।

৩. কৃষি ও কৃষি-সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক ডিগ্রিধারী ছাড়া অন্য কেউ ‘কৃষিবিদ’ পদবি ব্যবহার করতে পারবে না—এ বিষয়ে সরকারি প্রজ্ঞাপন জারি করতে হবে।

আন্দোলনকারীদের বক্তব্য

কৃষি অনুষদের শিক্ষার্থী জিহাদ হাসান সফল বলেন, ‘আমাদের যৌক্তিক তিন দফা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে।’

অন্য এক শিক্ষার্থী মুহতাসিম মুনীর বলেন, ‘ডিএই ও বিএডিসি-সহ গবেষণা প্রতিষ্ঠানের ১০ম গ্রেডের পদগুলো কেবল কৃষিবিদদের জন্য উন্মুক্ত করতে হবে। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি নেওয়া হবে।’

প্রশাসনের অবস্থান

ময়মনসিংহ রেলওয়ে থানার ওসি আক্তার হোসেন বলেন, ‘শিক্ষার্থীরা কৃষিবিদ ঐক্য পরিষদের তিন দফা দাবিতে রেলপথ অবরোধ করে বিক্ষোভ করছে। মানুষের ভোগান্তি কমাতে যেন তারা রেলপথ ছেড়ে দেন, সে বিষয়ে আলোচনা চলছে।’