ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

সকালেই টিএসসিতে নারী শিক্ষার্থীদের ভিড়

সেলিম আহমেদ
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৯:৪৫ এএম
ছাত্র-শিক্ষক কেন্দ্রে (টিএসসি) নারী শিক্ষার্থীদের দীর্ঘ সারি। ছবি- সংগৃহীত

উৎসবমুখর পরিবেশে সকাল থেকেই চলছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচন। নির্বাচনে এখন পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে ছেলে শিক্ষার্থীদের উপস্থিতি কম থাকলেও ভোট দিতে আসা নারী শিক্ষার্থীদের উপস্থিতি চোখে পড়ার মতো।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা শুরু হয় ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ। তবে তার আগে থেকেই টিএসসি কেন্দ্রে নারী শিক্ষার্থীদের ব্যাপক ভিড় দেখা যায়। এই কেন্দ্রে বেগম রোকেয়া হলের শিক্ষার্থীরাই ভোট দিচ্ছেন

সরেজমিনে দেখা যায়, ভোট গ্রহণ শুরুর আগেই অন্তত দুই শতাধিক নারী শিক্ষার্থী ভোট দেয়ার লাইনে দাঁড়ান। ভোট গ্রহণ শুরুর পর সেই লাইন আরও দীর্ঘ হয়। এমনকি সারি টিএসসির প্রাঙ্গন ছাড়িয়ে রাস্তায় চলে যায়। তাদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।

লাইনে দাঁড়ানো সমুদ্র বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকিয়া বলেন, গত কয়েকদিন ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ ছিল। অনেক প্রার্থীর সঙ্গে দেখা হয়েছে, কথা হয়েছে। অনেক যোগ্য প্রার্থী আছেন। আশা করি যোগ্য প্রার্থীরা বিজয়ী হয়ে ক্যাম্পাস সংস্কারের কাজ করবেন।

সাইকোলজি বিভাগের শিক্ষার্থী তর্পিতা ইসলাম অব্দি বলেন, এটা জীবনের প্রথম ভোট। তাই সকালেই চলে আসছি। আশা করি ভোট সুষ্ঠু হবে।