ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচনে ভিপি পদের প্রার্থিতা ফিরে পেল অমর্ত্য রায়

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০১:৪৬ পিএম
অমর্ত্য রায়। ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে অমর্ত্য রায়ের প্রার্থিতা বৈধ ঘোষণা করেছেন হাইকোর্ট। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের পরিপ্রেক্ষিতে আদালত এই নির্দেশ দেন।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের নির্দেশনায় বলা হয়েছে, অমর্ত্য রায় বৈধভাবে প্রার্থী ছিলেন এবং তার মনোনয়নপত্র বাতিল করার সিদ্ধান্তটি আইনসঙ্গত ছিল না। ফলে তাকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হবে।

এই রায়ের ফলে জাকসু নির্বাচনে ভিপি পদের লড়াইয়ে ফের মাঠে ফিরছেন অমর্ত্য রায়।

উল্লেখ্য, দীর্ঘ ৩৩ বছর পর আগামী ১১ সেপ্টেম্বর জাকসু ও হল সংসদ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। জাকসুতে ২৫টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করবেন ১৭৯ জন। শীর্ষ ভিপি পদে ১০ জন এবং সাধারণ সম্পাদকে (জিএস) পদে ৯ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন।