ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

পদত্যাগপত্রে যা লিখলেন নেপালের প্রধানমন্ত্রী 

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৬:০২ পিএম
পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। ছবি- সংগৃহীত

নেপালে টানা বিক্ষোভ ও সহিংসতার মুখে পদত্যাগ করেছেন প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি প্রেসিডেন্টের কাছে পদত্যাগপত্র জমা দেন। পদত্যাগপত্র ইতোমধ্যেই গৃহীত হয়েছে।

গত কয়েকদিন ধরে রাজধানী কাঠমান্ডুসহ বিভিন্ন শহরে তীব্র বিক্ষোভ চলছে। সামাজিক যোগাযোগমাধ্যম বন্ধ ও দুর্নীতির প্রতিবাদে এই বিক্ষোভে এ পর্যন্ত অন্তত ১৯ জন নিহত হয়েছেন এবং বহু মানুষ আহত হয়েছেন।

নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি তার পদত্যাগপত্রে লিখেছেন, ‘নেপালের সংবিধানের ৭৬(২) অনুচ্ছেদ অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর বর্তমান পরিস্থিতি বিবেচনায় রাজনৈতিক সমাধানের পথ খোঁজা জরুরি হয়ে পড়েছে। তাই সংবিধানের ৭৭(১)(ক) অনুচ্ছেদ অনুযায়ী আমি প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করছি।’

এদিকে আজ পদত্যাগ ঘোষণার দিনও উত্তাল ছিল নেপাল। কারফিউ উপেক্ষা করে হাজারো মানুষ রাস্তায় নেমে আসে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর কার্যালয় এবং পার্লামেন্ট ভবনে আগুন ধরিয়ে দেয়। 

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কর্তৃপক্ষ দেশজুড়ে বিমান চলাচল স্থগিত করে। সেনাবাহিনী হেলিকপ্টার ব্যবহার করে মন্ত্রীদের নিরাপদে সরিয়ে নেয়।

বিক্ষোভের সূত্রপাত হয় ৪ সেপ্টেম্বর। সে দিন সরকার ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম ও ইউটিউবসহ ২৬টি সামাজিক যোগাযোগমাধ্যম প্ল্যাটফর্ম বন্ধ করে দেয়। 

শুরুতে শান্তিপূর্ণ বিক্ষোভ দ্রুত সহিংসতায় রূপ নেয়। তরুণ প্রজন্ম আন্দোলনের নাম দিয়েছে— ‘জেন-জি রেভল্যুশন’।

পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হওয়ায় কয়েকজন মন্ত্রী আগেই পদত্যাগ করেছিলেন। শেষ পর্যন্ত জনরোষের মুখে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে বাধ্য হলেন কে পি শর্মা অলি।