ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

ভোট গণনা শুরু, এলইডি স্ক্রিনে দেখছেন শিক্ষার্থীরা

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:৩৭ পিএম
কেন্দ্রগুলোর বাইরে থাকা এলইডি স্ক্রিনে ফলাফল দেখছেন শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

দীর্ঘ প্রতীক্ষার পর ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। 

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেল ৪টায় ভোটগ্রহণ শেষ হওয়ার পর সংক্ষিপ্ত আনুষ্ঠানিকতা সম্পন্ন করে গণনা শুরু করেন নির্বাচনী কর্মকর্তারা। তারা জানিয়েছেন, রাত ১২টার আগে ফলাফল প্রকাশ করা হবে। 

এদিকে, স্বচ্ছতা নিশ্চিত করতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোট গণনার দৃশ্য সরাসরি সম্প্রচারের ব্যবস্থা করেছে। বিকেল পৌনে ৫টার দিকে কেন্দ্রগুলোর বাইরে স্থাপিত এলইডি স্ক্রিন চালু হলে শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। সবাই চোখ রাখেন স্ক্রিনে ভেসে ওঠা ফলাফলের দিকে।

ভোটগ্রহণ শেষ হওয়ার পর থেকেই কেন্দ্রগুলোর সামনে প্রার্থী ও শিক্ষার্থীদের উপচেপড়া ভিড় লক্ষ করা যায়। ফল নিয়ে চলছে জল্পনা-কল্পনা—কে জিতবেন তা দেখার অপেক্ষায় উৎসুক সবাই। তবে নিয়ম অনুযায়ী, ভোট গণনার সময় কেবল নির্বাচনী কর্মকর্তা ও পোলিং এজেন্ট ছাড়া আর কাউকে ভেতরে প্রবেশের অনুমতি নেই। কেউ বাইরে আসতেও পারছেন না।

সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ চলে টানা ৮ ঘণ্টা। বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে অনুষ্ঠিত এ নির্বাচনে শিক্ষার্থীরা উৎসাহের সঙ্গে ভোট দেন।

এবারের নির্বাচনে মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে ১৮ হাজার ৯৫৯ জন ছাত্রী এবং ২০ হাজার ৯১৫ জন ছাত্র। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান জানিয়েছেন, প্রাথমিক হিসেবে বিভিন্ন কেন্দ্রে গড়ে ৭০ শতাংশের বেশি ভোট পড়েছে। তবে কেন্দ্রভেদে এ হার ভিন্ন হতে পারে।

ডাকসুর ২৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪৭১ জন প্রার্থী। এর মধ্যে ছাত্রী প্রার্থী ৬২ জন। পাশাপাশি ১৮টি হল সংসদে ১৩টি করে মোট ২৩৪টি পদে প্রার্থী হয়েছেন এক হাজার ৩৫ জন।