পঞ্চগড়ে একটি পুকুরে দুর্বৃত্তদের বিষ প্রয়োগে ছোট-বড় সব মাছ মারা গেছে। এতে প্রায় ৮ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত মৎস্যচাষি গোলাম মোস্তফা।
রোববার (৭ সেপ্টেম্বর) ভোরে পঞ্চগড় জেলার বোদা উপজেলার বেংহারী ইউনিয়নের গড়ের ডাঙ্গা পাম্পের পাড়া এলাকায় ঘটনাটি ঘটেছে।
ক্ষতিগ্রস্ত চাষি ও স্থানীয়রা জানান, গোলাম মোস্তফা তার বাড়ির পাশে ১৭ শতক জমিতে একটি পুকুর খনন করে মাছ চাষ শুরু করেন। কিছুদিন আগেই তিনি সেখানে পোনা মাছ ছাড়েন। রোববার ভোরে দুর্বৃত্তরা পুকুরে বিষ প্রয়োগ করলে সকাল থেকেই মাছ মরে পানির ওপর ভেসে ওঠে।
খবর পেয়ে গোলাম মোস্তফা পুকুরে গিয়ে মৃত মাছগুলো দেখে কান্নায় ভেঙে পড়েন। তার চিৎকারে এলাকাবাসী ছুটে এসে পুরো ঘটনা প্রত্যক্ষ করে। মাছগুলোকে সন্তানের মতো লালন করতেন বলেও জানান তিনি।
গোলাম মোস্তফা আরও বলেন, ‘কিছুদিন আগে এলাকার কিছু লোকের সঙ্গে আমার রাস্তা নিয়ে বিরোধ হয়। সরকারি পাকা রাস্তা বাদ দিয়ে তারা আমার জমির পাশ দিয়ে বালুর রাস্তা নির্মাণ করে। তারা হুমকি দেয়, আমার পরিবারের কোনো বালুর ট্রাক ওই রাস্তা দিয়ে চলতে দেবে না।’
তিনি বলেন, ‘এই বিরোধের জের ধরেই প্রতিহিংসা পরায়ণ হয়ে তারা পুকুরে বিষ প্রয়োগ করেছে বলে আমি মনে করি। এতে আমার প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।’
গোলাম মোস্তফা আরও জানান, ঘটনার পর বোদা থানায় একটি অভিযোগ দায়ের করেছেন এবং প্রশাসনের কাছে সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছেন।