ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোট কারচুপির প্রমাণ ধামাচাপা দিতে সিসিটিভির ফুটেজ গায়েব করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিবিরের জিএস প্রার্থী এস এম ফরহাদ।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) শারীরিক শিক্ষা কেন্দ্রে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ অভিযোগ করেন।
ফরহাদ বলেন, ‘অমর একুশে হলে এক কর্মকর্তা সব ব্যালটে নিজেই ভোট দিয়ে বাক্স ভর্তি করেছেন। পরে তাকে ধরার পর চাকরিচ্যুত করা হলেও ঘটনার ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। কিন্তু এ বিষয়টি চাপা দিতে টিএসসিতে নাটক মঞ্চায়ন করা হয়েছে।’
তিনি অভিযোগ করেন, ‘শিক্ষার্থীরা বুথ থেকে বের হয়ে পূর্বনির্বাচিত ভোটের কথা জানালেও প্রশাসন বারবার ফুটেজ দিতে অস্বীকার করেছে। ফুটেজ গায়েব করা হয়েছে, যেন কারচুপির ঘটনা আড়াল করা যায়। এতে কেউ না কেউ জড়িত ছিল।’
এ ছাড়া তিনি নির্বাচন কমিশনের দায়িত্বশীলতার অভাবের অভিযোগ করেন। তার দাবি, ‘একেক কেন্দ্রে একেক নিয়মে প্রবেশাধিকার দেওয়া হয়েছে। ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ সকাল থেকেই সব কেন্দ্রে প্রবেশ করতে পারলেও পরবর্তীতে শিবির প্রার্থীদের প্রবেশে বাধা দেওয়া হয়েছে।’
ফরহাদ আরও বলেন, “ইউল্যাব কেন্দ্রে সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত কাউকে ঢুকতে দেওয়া হয়নি—না মিডিয়া, না পর্যবেক্ষক। অথচ অন্য সব হলে প্রবেশাধিকার ছিল। শেষ পর্যন্ত ভোটারদের সাড়া ভালো থাকলেও বারবার ‘নাটক’ সৃষ্টি করে শিক্ষার্থীদের বিভ্রান্ত করা হয়েছে।”
এজেন্ট নিয়োগেও অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, ‘১০ জন এজেন্টের মধ্যে ৬ জনই ছাত্রদলের এজেন্ট রাখা হয়েছে। এটি পরিকল্পিত মিস ম্যানেজমেন্ট।’
তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘শিক্ষার্থীদের আবেগের প্রতি সম্মান দেখিয়ে আমরা সবকিছু সহ্য করছি। তবে অন্যায় হলে এর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা নেব।’