ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

যখন মিলতে পারে ডাকসুর ফল

ঢাবি প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৬:০০ পিএম
ডাকসুর ভোটগ্রহণ শেষ হয়েছে, চলছে ভোট গণনা। ছবি- রূপালী বাংলাদেশ গ্রাফিক্স

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ চলে। ভোটগ্রহণ শেষে সঙ্গে সঙ্গেই ভোট গণনার কাজ শুরু হয়।

বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্থাপিত এলইডি স্ক্রিনের মাধ্যমে শিক্ষার্থীরা সরাসরি ভোট গণনার কার্যক্রম দেখতে পারছেন।

ডাকসু নির্বাচন কমিশন জানিয়েছে, রাত ১২টার মধ্যে ফলাফল ঘোষণা করা হবে।

নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মাঝে বেশ উদ্দীপনা লক্ষ করা গেছে। সারা দিনের ভোটগ্রহণে বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার খবর পাওয়া যায়নি, যা সবার মাঝে স্বস্তি ফিরিয়েছে।

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, এবার ডাকসু নির্বাচনে গড়ে প্রায় ৮০ শতাংশ ভোট পড়েছে।

ডাকসুতে এবার মোট ভোটার ৩৯ হাজার ৮৭৪। এর মধ্যে পাঁচটি ছাত্রী হলে ১৮ হাজার ৯৫৯ আর ১৩টি ছাত্র হলে ভোটার ২০ হাজার ৯১৫ জন।

ডাকসুতে ২৮টি পদের বিপরীতে ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের মধ্যে বিভিন্ন পদে ছাত্রী ৬২ জন। এ ছাড়া প্রতি হল সংসদে ১৩টি করে ১৮টি হলে মোট পদের সংখ্যা ২৩৪টি। এসব পদে ভোটে লড়ছেন এক হাজার ৩৫ জন।