কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির সামুদ্রিক মাছ গিনি অ্যাঞ্জেলফিশ বা আফ্রিকান অ্যাঞ্জেলফিশ।
সোমবার (৮ সেপ্টেম্বর) সকালে জেলে আব্দুল জলিল মাঝির জালে মাছটি ধরা পড়ে। পরে মাছটি আলীপুর মৎস্য বন্দরে নিয়ে আসা হলে দেখতে ভিড় জমায় স্থানীয়রা।
রঙিন ও দৃষ্টিনন্দন এই মাছ মূলত উষ্ণমণ্ডলীয় প্রবাল প্রাচীরের পরিবেশে বসবাস করে। মাছটির বৈজ্ঞানিক নাম Holacanthus africanus।
মাছটির দৈর্ঘ্য প্রায় ১৪ ইঞ্চি। গাঢ় সোনালী পটভূমিতে হলুদ দাগ এবং মুখে হালকা হলুদ-সোনালি নকশা রয়েছে। স্থানীয়রা জানান, দেখতে মাছটি অনেকটা অ্যাকুয়ারিয়ামের মাছের মতো।
স্থানীয় মৎস্য ব্যবসায়ী জামাল বলেন, ‘এমন মাছ জীবনে প্রথম দেখলাম। ছবি তুলে বাসায় সবাইকে দেখিয়েছি।’
আরেক ব্যবসায়ী মো. সেলিম বলেন, ‘প্রথমে বাসায় নিয়ে এলেও মাছটি খাওয়ার উপযোগী কি না তা জানা নেই।’
উপকূল পরিবেশ রক্ষার আন্দোলন (উপরা)-এর যুগ্ম আহ্বায়ক আবুল হোসেন রাজু বলেন, ‘সাধারণত প্রবালপ্রধান উষ্ণ সমুদ্রে এ মাছের বসবাস। তবে জলবায়ু পরিবর্তন ও সাগরের স্রোতের ধরন বদলের কারণে নতুন নতুন সামুদ্রিক প্রজাতি বঙ্গোপসাগরে আসছে।’
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, ‘গিনি অ্যাঞ্জেলফিশ খুবই বিরল প্রজাতির মাছ। সাধারণত গভীর সমুদ্রে বাস করে।’
তিনি আরও বলেন, ‘জেলেদের জালে এভাবে ধরা পড়া তাদের জন্য সুখবর। এসব মাছ ধরা পড়লে অর্থনৈতিকভাবেও লাভবান হবেন জেলেরা।’