ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে ছাত্রদল সমর্থিত প্যানেল

রূপালী ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৫:১৪ পিএম
ছাত্রদলের লোগো। ছবি- সংগৃহীত

জরুরি সংবাদ সম্মেলনের ঘোষণা দিয়েছে ছাত্রদল সমর্থিত আবিদ-হামিম-মায়েদ পরিষদ।

মঙ্গলবার বিকেল ৫টা ৩০ মিনিটে মধুর ক্যান্টিনে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। দলটির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ তথ্য জানিয়েছেন।

দীর্ঘ প্রতীক্ষার পর অনুষ্ঠিত ৩৮তম ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটগ্রহণ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।

মঙ্গলবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন কেন্দ্রে একটানা ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীরা নির্ধারিত সময়ে, সকাল থেকে বিকেলের মধ্যে ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটগ্রহণ শেষে এখন গণনার কাজ শুরু হয়েছে এবং নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী আজই প্রকাশ করা হবে ফলাফল।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৩৯ হাজার ৮৭৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ২০ হাজার ৯১৫ জন এবং নারী ভোটার ১৮ হাজার ৯৫৯ জন।

ভোটাররা ডাকসুর ২৮টি পদ এবং প্রতিটি হল সংসদের ১৩টি পদে ভোট দেবেন। কেন্দ্রীয় সংসদের পদগুলোতে মোট ৪৭১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অন্যদিকে হল সংসদের ১৮টি হল থেকে এক হাজার ৩৫ জন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। অর্থাৎ প্রতিটি ভোটার আজ মোট ৪১টি পদে ভোট দেন।