ঢাকা মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৫

নেপালে প্রধানমন্ত্রীর পদত্যাগ, সরকার পতনে পদত্যাগ করতে হবে প্রেসিডেন্টকেও

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: সেপ্টেম্বর ৯, ২০২৫, ০৩:২৭ পিএম
নেপালের প্রধানমন্ত্রী । ছবি- সংগৃহীত

‘নেপো কিডদের’ দুই দিনের ব্যাপক বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন নেপালের প্রধানমন্ত্রী কে পি শর্মা অলি। তবে পদত্যাগ সত্ত্বেও এখনও তার নেতৃত্বাধীন সরকারের চূড়ান্ত পতন হয়নি।

নেপালের সংবিধান অনুসারে, প্রধানমন্ত্রী হলেন সরকারের নির্বাহী প্রধান, অন্যদিকে রাষ্ট্রপতি হলেন সরকারপ্রধান। ফলে বর্তমান রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওদেল যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করছেন, ততক্ষণ পর্যন্ত দাপ্তরিকভাবে সরকারপতন সম্ভব নয়।

তবে বিভিন্ন সুত্র জানিয়েছে, রাষ্ট্রপতি রাম চন্দ্র পাওদেলও শিগগির পদত্যাগ করবেন এবং প্রধানমন্ত্রীর পদত্যাগের পর রাষ্ট্রপতির পদত্যাগ ও সরকারের চূড়ান্ত পতন এখন সময়ের ব্যাপার মাত্র।