ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভোটাধিকার প্রয়োগের পরও পরিস্থিতিকে অনুকূল মনে করছেন না ছাত্রদল সমর্থিত প্যানেলের সহ-সভাপতি (ভিপি) পদপ্রার্থী আবিদুল ইসলাম খান। তার অভিযোগ, নানা অনাকাঙ্ক্ষিত ঘটনায় নির্বাচনি পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আবিদ বলেন, ‘ভোট দিয়েছি বটে, কিন্তু পরিস্থিতি সুবিধাজনক মনে হচ্ছে না। ডাকসু নির্বাচনে অংশগ্রহণের আকাঙ্ক্ষাকে ব্যাহত করা হয়েছে।’
তিনি আরও অভিযোগ করেন, দুপুরে অমর একুশে হল ও রোকেয়া হলে শিক্ষার্থীদের পূরণকৃত ব্যালট দেওয়া হয়েছে। ঘটনার সত্যতা সম্পর্কেও তিনি নিশ্চিত হয়েছেন বলে জানান। তবে এসব বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের ব্যর্থতা রয়েছে বলেও দাবি করেন তিনি।
গণতন্ত্র, মানবাধিকার ও বাকস্বাধীনতা হরণের অপচেষ্টা চলছে উল্লেখ করে আবিদ বলেন, ‘নির্বাচনি আচরণবিধিতে প্রার্থীদের কেন্দ্রে প্রবেশাধিকারের বিষয়টি স্পষ্ট থাকলেও গণমাধ্যমে আমার বিরুদ্ধে গুজব ছড়ানো হয়েছে।’
গণমাধ্যমকর্মীদের উদ্দেশে তিনি আহ্বান জানান, ‘কোনো তথ্য প্রকাশের আগে যাচাই–বাছাই করার জন্য।’