ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এবার ইতিহাস গড়লেন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থী ফারুক হাওলাদার। জীবনের প্রথম ভোটটি দিয়েছেন সম্পূর্ণ স্বাধীনভাবে- কারো সাহায্য ছাড়া, নিজ হাতে। বিশেষভাবে তৈরি ব্রেইলভিত্তিক ব্যালট ব্যবহার করে এই ভোটদান সম্ভব হয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে।
ইসলামী স্টাডিজ বিভাগের ১৭-১৮ সেশনের এই শিক্ষার্থী বলেন, ‘জীবনে প্রথমবারের মতো এমনভাবে ভোট দিলাম, যেখানে কারো সহায়তা প্রয়োজন হয়নি। এটা আমার জন্য এক অসাধারণ অভিজ্ঞতা।’
জানা যায়, ফারুকসহ মোট ৩১ জন দৃষ্টিপ্রতিবন্ধী ভোটারের জন্য ব্রেইল পদ্ধতির বিশেষ ব্যালটের ব্যবস্থা করা হয়, এর মধ্যে উদয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট দেওয়ার কথা ছিল ৯ জনের। এখন পর্যন্ত ভোট দিয়েছেন ২ জন।
ফারুক আরও জানান, ‘আগে আমাদের ভোট অন্য কাউকে বলে দিতে হতো। তারা যেখানে বলত, সেখানে সিল দিত। কিন্তু এবার আমি নিজেই আমার ভোট দিতে পেরেছি। চাই, জাতীয় নির্বাচনেও যেন এই পদ্ধতি চালু হয়।’
বিশ্ববিদ্যালয় প্রশাসনের এই উদ্যোগ শুধু দৃষ্টি প্রতিবন্ধীদের ভোটাধিকার নিশ্চিত করেই থেমে থাকেনি, এটি যেন স্বাধীনভাবে মত প্রকাশের এক নতুন দিগন্ত খুলে দিয়েছে তাদের সামনে।