ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল আজ মঙ্গলবার রাতের মধ্যেই ঘোষণা করা হবে বলে জানিয়েছেন প্রধান রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক মোহাম্মদ জসীম উদ্দিন।
মঙ্গলবার রাত পৌনে ১০টার দিকে সাংবাদিকদের তিনি জানান, কিছু কেন্দ্রে ভোট গণনা দ্রুত এগোচ্ছে, আবার কিছু কেন্দ্রে দেরি হচ্ছে।
তিনি বলেন, ‘ওএমআর মেশিনে ভোট গণনা চলছে। সব কেন্দ্রে একই সঙ্গে স্বচ্ছভাবে ভোট গণনা হচ্ছে। সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না, তবে আজ রাতের মধ্যেই ফলাফল প্রকাশ করা হবে।’
ফল গণনায় দেরির কারণ ব্যাখ্যা করে চিফ রিটার্নিং কর্মকর্তা বলেন, ‘ডাকসুর ব্যালট পাঁচ পৃষ্ঠার হওয়ায় প্রতিটি বাক্স খোলার পর ব্যালট আলাদা করে মেশিনে দিতে হচ্ছে। এ প্রক্রিয়ার কারণে বাড়তি সময় লাগছে।’
এর আগে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বর্তমানে বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে একযোগে ভোট গণনা চলছে। তবে নির্বাচনে ছাত্রদল, শিবিরসহ বিভিন্ন প্যানেলের প্রার্থীরা কারচুপির অভিযোগ তুলেছেন।


সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন