ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে শামসুন নাহার হলে ছাত্রশিবির সমর্থিত ভিপি প্রার্থী সাদিক কায়েম ১১১৪ ভোট পেয়ে এগিয়ে রয়েছেন। এদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদল সমর্থিত প্যানেলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান পেয়েছেন ৪৩৪ ভোট।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) রাত আড়াইটার পর এ ফলাফল ঘোষণা করা হয়।
এছাড়া স্বতন্ত্র ঐক্যের উমামা ফাতেমা ৪০৩ ভোট, বাগছাসের আব্দুল কাদের ৫৯ ভোট, জামালুদ্দীন খালিদ ৫৫ ভোট ও ছাত্র অধিকার পরিষদ সমর্থিত বিন ইয়ামীন মোল্লা চার ভোট পেয়েছেন।
শামসুন নাহার হলে জিএস পদে সর্বোচ্চ ৮১৪ ভোট পেয়েছেন এস এম ফরহাদ। তার কাছাকাছি রয়েছেন মেঘমল্লার বসু। তিনি ৫১৭ ভোট পেয়েছেন। ৫০৫ ভোট পেয়ে তৃতীয় স্থানে রয়েছেন আরাফাত চৌধুরী। আর ছাত্রদল সমর্থিত জিএস প্রার্থী শেখ তানভীর বারী হামিম ৩১২ ভোট পেয়েছে চতুর্থ স্থানে রয়েছেন।
হলটিতে এজিএস পদেও এগিয়ে রয়েছেন ছাত্রশিবিরের প্যানেলের প্রার্থী মুহা. মহিউদ্দীন খান। তিনি ৯০৫ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের প্যানেলের এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ পেয়েছেন ৩৩৬ ভোট। এছাড়া তাহমিদ ২৩২ ভোট পেয়েছেন।