ঢাকা বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচনে ফজিলাতুন্নেসায় ভোটগ্রহণ বন্ধ

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: সেপ্টেম্বর ১১, ২০২৫, ০১:২৯ পিএম
ছবি- সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনে ফজিলাতুন্নেসা হলে উত্তেজনা সৃষ্টি হয়েছে। ছাত্রদল সমর্থিত সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ সাদী হাসান ছাত্রীদের কেন্দ্রে প্রবেশ করলে শিক্ষার্থীরা প্রতিবাদ জানিয়ে তাকে বের করে দেন। ফলে হলটিতে ভোটগ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।

বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুর সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে। শেষ খবর পাওয়া পর্যন্ত কেন্দ্রটিতে হট্টগোল চলছিল এবং ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, ভিপি প্রার্থী শেখ সাদী অনাকাঙ্ক্ষিতভাবে কেন্দ্রে প্রবেশ করেছেন। প্রশাসন নির্দিষ্ট একটি গোষ্ঠীকে সুবিধা দিচ্ছে। এভাবে নির্বাচন নিরপেক্ষ হতে পারে না।

সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের ২২৪টি বুথে ভোটগ্রহণ শুরু হয়, যা চলবে বিকেল ৫টা পর্যন্ত। এবারের নির্বাচনে মোট ভোটার ১১ হাজার ৭৪৭ জন।

নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৯ জন, যুগ্ম সাধারণ সম্পাদক (নারী) পদে ৬ জন এবং যুগ্ম সাধারণ সম্পাদক (পুরুষ) পদে ১০ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। সর্বমোট ১৭৮ জন প্রার্থী বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটাররা মোট ৪০টি ব্যালটে টিক চিহ্ন দেবেন।

বিশ্ববিদ্যালয় প্রশাসনের তথ্য অনুযায়ী, এবারের নির্বাচনে প্রার্থীদের ২৫ শতাংশ ছাত্রী এবং ৭৫ শতাংশ ছাত্র। ভিপি পদে কোনো নারী প্রার্থী নেই। জিএস পদে ১৫ জনের মধ্যে নারী প্রার্থী মাত্র দুজন। মেয়েদের পাঁচটি হলে ১৫টি পদে কোনো প্রার্থীই নেই।

এবারের নির্বাচনে বাম ছাত্র সংগঠন, ইসলামী ছাত্রশিবির, ছাত্রদল ও স্বতন্ত্রসহ মোট আটটি প্যানেল অংশ নিচ্ছে। ভোট গণনা বিশেষ ওএমআর মেশিনে সম্পন্ন হবে।