বরিশাল বিশ্ববিদ্যালয়ে ফুটবল খেলাকে কেন্দ্র করে অ্যাকাউন্টিং ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়।
শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে এই ঘটনা ঘটে। এ সময় দুই গ্রুপের মধ্যে ইটপাটকেল নিক্ষেপ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনায় কয়েকজন শিক্ষার্থী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের সাথে অ্যাকাউন্টিং বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের এক শিক্ষার্থীর সঙ্গে ফুটবল খেলা নিয়ে কথা কাটাকাটি হয়। পরে বিষয়টি সমাধানের জন্য আলোচনায় বসতে গেলে বিশ্ববিদ্যালয়ের পাশের বিটেক ভবনের ভেতর অ্যাকাউন্টিং ও মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের মধ্যে মারামারির ঘটনা ঘটে। এতে অ্যাকাউন্টটিং বিভাগের তিন জন শিক্ষার্থী আহত হয়ে শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন।
ঘটনার জেরে সন্ধ্যায় অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থীরা একত্রিত হন। তারা যখন ভোলা রোডে মার্কেটিং বিভাগের শিক্ষার্থীদের খুঁজতে যান, তখন বিটেক ভবনের ভেতরে থাকা মার্কেটিং বিভাগের শিক্ষার্থীরা তাদের ধাওয়া দেন। এরপর উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. তৌফিক আলম ঘটনাস্থলে উপস্থিত হন। তিনি বলেন, ‘দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের খবর পেয়ে আমি উপস্থিত হয়ে তাদের নিয়ন্ত্রণ করি। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। শিগগিরই দুই পক্ষকে নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে।’
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর আলমগীর হোসেন জানান, ‘সংঘর্ষের খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে যাই। প্রক্টরিয়াল বডির পক্ষ থেকে আমরা তিন জন উপস্থিত থেকে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করি। আপাতত উভয় পক্ষকে শান্ত করা গেছে। শিগগিরই দুই বিভাগের শিক্ষার্থীদের নিয়ে বসে সমস্যার সমাধান করা হবে।’