ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

জাকসু নির্বাচনের ফল ঘোষণা শুরু

বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৪:২৯ পিএম
ছবি- ভিডিও থেকে নেওয়া

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বহু প্রতীক্ষিত কেন্দ্রীয় ছাত্রসংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ভোট গণনা দীর্ঘ ৪৫ ঘণ্টা পর অবশেষে শেষ হয়েছে। ফল ঘোষণার প্রক্রিয়া শুরু হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর অনুষ্ঠিত এই নির্বাচন ঘিরে শিক্ষার্থীদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা। বিকেলে সাড়ে চারটার দিকে ভোটের ফলাফল ঘোষণা করা হবে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) প্রোভিসি (প্রশাসন) অধ্যাপক ড. সোহেল আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। 

ফলাফল প্রকাশের প্রস্তুতি চলছে। সিনেট হলে ফলাফল ঘোষণা করা হবে। জানিয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক সোহেল আহমেদ। শনিবার দুপুর ২টা ১৫ মিনিটে ভোট গণনা শেষ হয়।

এর আগে নির্বাচন কমিশন একেকবার একেক সময়সীমার কথা জানিয়েছে।

আজ প্রথমে দুপুরে এবং পরে সন্ধ্যার দিকে ফলাফল ঘোষণার কথা জানানো হয়।

গতকাল শুক্রবার রাতের মধ্যেই জাকসু ও ২১টি হল সংসদের ভোট গণনা শেষে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছিলেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মো. মনিরুজ্জামান।

এর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব এ কে এম রাশিদুল আলম জানিয়েছিলেন, গতকাল শুক্রবার রাত ১০টা থেকে ১১টার মধ্যে সম্পূর্ণ গণনা শেষ করে বেসরকারিভাবে ফলাফল প্রকাশ করতে পারবেন তাঁরা। তার আগে তিনি গতকাল দুপুরে ফলাফল প্রকাশ করতে পারবেন বলে জানান।

এবারের জাকসু নির্বাচনে ১১ হাজার ৭৫৯ জন ভোটারের মধ্যে প্রায় ৬৮ শতাংশ শিক্ষার্থী ভোট দিয়েছেন। কেন্দ্রীয় সংসদের ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৯ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৮ জন এবং যুগ্ম সম্পাদক (এজিএস) পদে ১৬ জন প্রার্থী রয়েছেন। নারী প্রার্থীর সংখ্যা ৬।