ঢাকা শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫

বগুড়ায় ট্রাকের সঙ্গে সংঘর্ষে সিএনজি চালকের মৃত্যু

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১৩, ২০২৫, ০৫:৪৮ পিএম
দুমড়ে মুচড়ে যাওয়া সিএনজি অটোরিকশা । ছবি- রূপালী বাংলাদেশ

বগুড়ার সোনাতলা উপজেলায় মালবাহী ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে সিএনজি চালিত অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (১৩ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে মোকামতলা সোনাতলা সড়কের বোচারপুকুরে এ দুঘটনা ঘটে। নিহত চালক সোনাতলা উপজেলার মুন্ডুমালা এলাকার মৃত হারেজ উদ্দিনের ছেলে ইয়াদুল আকন্দ (৪০)।

সোনাতলা থানার ওসি মিলাদুন্নবী সত্যতা নিশ্চিত করে জানান, মোকামতলা থেকে ছেড়ে আসা মালবাহী ট্রাকের সঙ্গে অপরদিক থেকে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে সিএনজি অটোরিকশাচালক গুরুতর জখম হয়ে ঘটনাস্থলে মারা যায়।

এ ঘটনায় সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গেছে। ট্রাকটি আটক করা সম্ভব হয়নি। তবে তদন্ত চলছে দুঘটনায় কবলিত ট্রাকটি শনাক্ত ও আটক করার জন্য।