নতুন হল নির্মাণের দাবিতে সড়ক অবরোধ করেছেন ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা।
শনিবার (২২ নভেম্বর) সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হওয়ার পর তারা কাঁথা–বালিশ নিয়ে সড়কে বসে বিক্ষোভ শুরু করেন। প্রায় আধা ঘণ্টা অবস্থানের পর শিক্ষার্থীরা আবার হলে ফিরে যান।
শিক্ষার্থীরা জানান, শুক্রবারের ভূমিকম্পে লতিফ হলের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়। পরে শনিবার সকাল ও সন্ধ্যায় আবারও কম্পন অনুভূত হলে তারা আতঙ্কিত হয়ে নতুন হল নির্মাণের দাবি তোলেন। এই দাবিতেই তারা সড়ক অবরোধে বসেন। অবরোধের কারণে এলাকায় কিছু সময়ের জন্য যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, শিক্ষার্থীরা কাঁথা–বালিশ নিয়ে সড়কে বসে অবরোধ করেছিল। কিছুক্ষণ পর তারা হলে ফিরে গেছে। কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন