সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতিসহ গ্রেড পরিবর্তনে কাজ চলছে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা বিধান রঞ্জন রায় পোদ্দার।
তিনি বলেছেন, ‘বিশেষ করে প্রধান শিক্ষকদের পদোন্নতিসহ গ্রেড পরিবর্তন যৌক্তিক মনে করে এবং এজন্য আন্তরিকভাবে কাজ চলমান রয়েছে।’
শনিবার (২৩ আগস্ট) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং প্রাথমিক শিক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে শিক্ষার মানোন্নয়ন নিয়ে দিক-নির্দেশনামূলক মতবিনিময় সভায় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
উপদেষ্টা বলেন, ‘হাওর ও চরাঞ্চলসহ প্রাকৃতিক দুর্গম জায়গায় শিক্ষকরা থাকতে চান না। তারা শহরে আসতে চান। এই বিষয়গুলি আমাদের সামাজিক এবং রাজনৈতিক সমস্যা। যে কারণে এসব এলাকায় শিক্ষক স্বল্পতা বিরাজ করছে।’
বদলি নিয়ে উপদেষ্টা বলেন, ‘শিক্ষকদের বদলির তদবির উপর থেকে আসে। এটা আমাদের জন্য একটা সমস্যা। এর ফলে আমরা যা চাই সেটা করতে পারছি না। যদিও এই সমস্যাগুলো কাটিয়ে উঠার চেষ্টা করছি।’
তিনি বলেন, ‘হাওর অঞ্চলের গরিব মানুষদের যখন কাজের অভাব হয়, তখন তারা পুরো পরিবার নিয়ে অন্যস্থানে চলে যায়। তাছাড়া বাল্যবিয়েসহ বিভিন্ন কারণে ঝরেপড়া শিক্ষার্থীর হার বেশি। এসব কারণে শিক্ষার্থী কমে যায়। আমরা এখন তাদের নিয়ে কাজ করছি।’
অনুষ্ঠানে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মো. মাসুদ রানা, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান, পরিচালক (এনডিসি) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রশাসনের প্রতিনিধি, জেলা ও উপজেলার শিক্ষা কর্মকর্তাসহ জেলার বিভিন্ন স্কুলের প্রায় তিন শতাধিক প্রধান শিক্ষক উপস্থিত ছিলেন।