ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

ইবতেদায়ি শিক্ষার্থীদের উপবৃত্তির জন্য ফের তথ্য আহ্বান

রূপালী ডেস্ক
প্রকাশিত: আগস্ট ১, ২০২৫, ০৯:২২ এএম
ক্লাসরুমে শিক্ষার্থীরা। ছবি- সংগৃহীত

ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়ার প্রস্তাব কর্তৃপক্ষ অনুমোদন দিয়েছে। এর পরিপ্রেক্ষিতে আগামী ১০ আগস্টের মধ্যে শিক্ষার্থীদের তথ্য দিতে বলেছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর। EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারে অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য দিতে হবে।

অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারী ও সিনিয়র মাদ্রাসা) বেনজীর আহমেদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসায় অধ্যয়নরত শিক্ষার্থীদের (ইবতেদায়ি ১ম শ্রেণি হতে ৫ম শ্রেণি পর্যন্ত) উপবৃত্তি প্রদানের প্রস্তাবে যথাযথ কর্তৃপক্ষের সদয় নীতিগত অনুমোদন রয়েছে। এর আলোকে অর্থ বিভাগ কর্তৃক বাস্তবায়নাধীন iBAS++ এর মাধ্যমে জিটুপি পদ্ধতিতে উপবৃত্তি প্রদান কার্যক্রম চলমান রয়েছে। 

এ অবস্থায় স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার প্রধান শিক্ষকদেরকে EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারের নিন্মলিখিত লিংকে প্রবেশ করে আগামী ১০ আগস্ট (রোববার) বিকেল ৫টার মধ্যে প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের তথ্য প্রদান করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো। EESP MIS সিস্টেমের লাইভ সার্ভারে প্রবেশের জন্য সংযুক্ত তালিকা মোতাবেক ইউজার আইডি ও ডিফল্ট পাসওয়ার্ড (Mesp@1234 ) ব্যবহার করতে হবে। 

পাসওয়ার্ড দিয়ে লগইন করে বাধ্যতামূলকভাবে পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে এবং পরবর্তীতে ব্যবহারের জন্য পাসওয়ার্ড সেভ রাখতে হবে। উল্লেখ্য, প্রতি বার লগইনের জন্য রেজিস্টার্ড মোবাইল ফোন নম্বরে OTP পাওয়া যাবে। 

এনট্রিকৃত শিক্ষার্থীদের তথ্য প্রেরণ করলে তা সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের আইডিতে জমা হবে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার উক্ত তথ্য ভেরিফাই করে অধিদপ্তরে প্রেরণ করবেন। EESP MIS সিস্টেম এর লাইভ সার্ভার এর ইউআরএল এড্রেস https://mesp.finance.gov.bd/mesp/login।