ঢাকা বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫

‘বিজ্ঞাপনে কাজ করতে বেশি ভালো লাগে’

রূপালী প্রতিবেদক
প্রকাশিত: ডিসেম্বর ৩, ২০২৪, ১২:৫৫ পিএম
প্রিয়ন্তী উর্বী। ছবি: সংগৃহীত

চলতি প্রজন্মের মডেল-অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী। বিজ্ঞাপনে মডেল হিসেবেই কাজ করতে বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি। যে কারণে এখন পর্যন্ত উর্বী পঁচিশটিরও বেশি বিজ্ঞাপনের মডেল হিসেবে কাজ করেছেন। সম্প্রতি উর্বী বিএফডিসিতে নতুন আরও একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেছেন। বিজ্ঞাপনটি নির্মাণ করেছেন আশিক ইমাম।

এতে উর্বীর সহশিল্পী অভিনেতা ইরফান সাজ্জাদ। উর্বীর প্রথম বিজ্ঞাপন ছিল আবরার আতাহারের নির্দেশনায় বাংলা লিংকের বিজ্ঞাপন। এরপর থেকে আজ অবধি যতগুলো বিজ্ঞাপনে তিনি মডেল হিসেবে কাজ করেছেন বলা যায় প্রতিটি বিজ্ঞাপনে কাজ করার জন্য তিনি বেশ সাড়া পেয়েছেন। নাটকে অভিনয়ের চেয়েও বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করে বেশি সাড়া পান বিধায় তিনি বিজ্ঞাপনে কাজ করতেই বেশি ভালোবাসেন।

উর্বী বলেন, ‘আমার বিজ্ঞাপনে কাজ করতে সবচেয়ে বেশি ভালো লাগে। কারণ কম সময় লাগে, বিজ্ঞাপনে জামা কাপড় খুব স্পেশাল হয়। কারণ একজন কস্টিউম ডিজাইনার থাকেন। লুকটাও ডিফরেন্ট হয়। ভীষণ যত্ন নিয়ে সতর্কতার সঙ্গে কাজটা করা হয়। যে কারণে সব মিলিয়ে বিজ্ঞাপনে কাজ করতেই আমার বেশি ভালো লাগে। বার্জারের নতুন এই বিজ্ঞাপনটির গল্পটা অন্যরকম। আশা করছি, বিজ্ঞাপনটি প্রচারে এলে দর্শকের ভালো লাগবে।’