বৃহস্পতিবার, ০১ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০১:১০ পিএম

অ্যাকশন প্যাকড চরিত্রে সামান্থার ঝলক

রূপালী ডেস্ক

প্রকাশিত: ডিসেম্বর ৯, ২০২৪, ০১:১০ পিএম

অ্যাকশন প্যাকড চরিত্রে সামান্থার ঝলক

ছবি: সংগৃহীত

জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। মুখের সুমিষ্ট হাসি এবং অভিনয় দক্ষতা দিয়ে জয় করেছেন লাখ লাখ ভক্তের হৃদয়। উপহারও দিয়েছেন একের পর এক হিট সিনেমা। বলিউড এবং দক্ষিণী সিনেপাড়ায় অন্যান্য অভিনেতা-অভিনেত্রীর মাঝে গড়েছেন নিজের শক্ত অবস্থান।

স্পাই থ্রিলার সিরিজ সিটাডেল: হানিবানির পর আবারও অ্যাকশন প্যাকড চরিত্রে ফিরছেন সামান্থা রুথ প্রভু। সম্প্রতি তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলের স্টোরিতে আসন্ন ‘রক্ত ব্রহ্মাণ্ড’ সিরিজের সেট থেকে বিহাইন্ড দ্য সিনের একটি ছবি প্রকাশ করেছেন তিনি। সেখানে সামান্থাকে তার হাত প্রস্তুত করতে দেখা যায়। দেখে মনে হবে তিনি হয়তো কোনো বিধ্বংসী কাজ করার জন্য প্রস্তুত হচ্ছেন।

স্টোরিতে তিনি ক্যাপশন দিয়েছেন, এখানে আবার যাচ্ছি। এই ক্যাপশন থেকে তার অ্যাকশন মুডে ফিরে আসার সংকেত পাওয়া যায়। ‘রক্ত ব্রহ্মাণ্ড: দ্য ব্লাডি কিংডম’ সিরিজটি ফ্যান্টাসি অ্যাকশন ড্রামা সিরিজ হিসেবে দর্শকদের কাছে আসতে চলেছে। যার কাহিনি অত্যন্ত ভয়ংকর এবং আকর্ষণীয়।

তুম্বাড খ্যাত রাহি অনিল বারভের পরিচালনায় এ সিরিজটিতে প্রধান চরিত্রে অভিনয় করছেন সামান্থা রুথ প্রভু ও আদিত্য রয় কাপুর। তাদের পাশাপাশি আরও অভিনয় করছেন ওয়ামিকা গাবি ও আলি ফজল।

সবশেষ সামান্থাকে দেখা যায় হিন্দি সংস্করণের সিটাডেল এ। যেখানে তার সহঅভিনেতা হিসেবে ছিলেন রিচার্ড মডেন, প্রিয়াঙ্কা চোপড়া জোনাস, বরুণ ধাওয়ান, কেয় কেয় মেনন, সিমরান, সিকান্দার খের, সাকিব সেলিম, সোহাম মজুমদারসহ আরও অনেকে।

সিটাডেল: হানিবানি আসলে মূল সিরিজের স্পিন-অফ এবং প্রিক্যুয়েল হিসেবে কাজ করেছে, যেখানে নাদিয়ার পিতৃপরিচয় এবং তার জীবনের অনেক অজানা দিক উন্মোচিত হয়েছে। এ সিরিজটি চলতি বছরের ৬ নভেম্বর থেকে অ্যামাজন প্রাইম ভিডিওতে স্ট্রিমিং হচ্ছে।

এ ছাড়া সামান্থা ‘মা ইতনি বাংগারাম’ নামে একটি থ্রিলার অ্যাকশন সিনেমায় কাজ করছেন। যেখানে তাকে একটি সহিংস চরিত্রে দেখা যাবে। সম্প্রতি এ সিনেমার ফার্স্ট লুক টিজারে তাকে বন্দুক হাতে রাগান্বিত চেহারায় উপস্থিত হতে দেখা যায়। এই সিনেমাটির মাধ্যমে সামান্থার প্রথম প্রযোজক হিসেবে অভিষেক হতে যাচ্ছে।
 

আরবি/এফআই

Link copied!