সোমবার, ০৭ জুলাই, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৫:১০ পিএম

বাপ্পির যে সিনেমাগুলো আর আলোর মুখ দেখবে না

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: ডিসেম্বর ১০, ২০২৪, ০৫:১০ পিএম

বাপ্পি চৌধুরী। ছবি: সংগৃহীত

বাপ্পি চৌধুরী। ছবি: সংগৃহীত

চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর চুক্তিবদ্ধ ‘ঢাকা ২০৪০’, ‘প্রেমের বাঁধন’, ‘কোভিড-১৯ ইন বাংলাদেশ’, ‘যন্ত্রণা’, ‘গিভ অ্যান্ড টেক’ নামের সিনেমাগুলোর ঘোষণা ও মহরত হয়েছে কিন্তু শুটিং ফ্লোরে যায়নি। শুধু তাই নয়, শুটিং শেষ বা এক-দুই দিন শুটিং হয়ে আটকে আছে এমন সিনেমার সংখ্যাও কম নয়। অথচ সেই নায়ক বলছেন—তিনি ঘোষণার নয়, রিলিজ হিরো।

আগামী শুক্রবার (১৩ ডিসেম্বর) এই নায়কের ‘ডেঞ্জার জোন’ নামের একটি সিনেমা প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে। সিনেমাটির মুক্তি সামনে রেখে সোমবার সন্ধ্যায় মগবাজারের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনে এ কথা বলেন ‘বাজে ছেলে’র বাপ্পি।

এক প্রশ্নের উত্তরে বাপ্পি গর্ব করে বলেন, ‘আমি ঘোষণার হিরো না। আমার সিনেমা মুক্তি পায়। আমি রিলিজ হিরো। যদি ঘোষণার নায়ক হতাম তাহলে ১২ মাসে ৩০ টা সিনেমায় অভিনয় করতে পারতাম।’

দীর্ঘদিন পর প্রেক্ষাগৃহে সিনেমা মুক্তি পাচ্ছে এ প্রসঙ্গে এই নায়ক বলেন, ‘যাদের সিনেমা মানুষ দেখে তারা ওই কাজটা ছাড়তে পারবে না। আমিও তাই। ভালো একটা কাজ দিয়ে নতুন বছরে পদার্পণ করতে চাই।’

‘ডেঞ্জার জোন’ সিনেমা প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি একটি থ্রিলার হরর সিনেমা। যখন সিনেমার শুটিং শুরু হয় ওই সময় বাংলাদেশে হরর নাম নিশানা হয়নি। পরবর্তীতে বাংলাদেশে অনেকে হরর সিনেমা বানিয়েছে, এর মধ্যে অনেক সিনেমা কমেডি হয়ে গেছে। তবে আমাদেরটা কমেডি হবে না। এটা দেখে দর্শক ভালো বলেই বের হবে।’

২০১৭ সালের মার্চে ‘ডেঞ্জার জোন’ সিনেমার শুটিং শুরু হয়। অজানা কারণে এতদিন এর মুক্তি থমকে ছিল। অবশেষে আলোর মুখ দেখছে ‘ডেঞ্জার জোন’।

এদিকে, বাপ্পি অভিনীত মুক্তির অপেক্ষায় রয়েছে আশরাফ শিশিরের পরিচালনায় ‘৫৭০’ ও সাফি উদ্দিন সাফির ‘সিক্রেট এজেন্ট’ নামের সিনেমা দুটি। অনেক আগেই সিনেমাগুলোর কাজ শেষ হলেও আজও আলোর মুখ দেখেনি। আদৌ আলোর মুখ দেখবে কিনা তা নিয়ে রয়েছে সংশয়।

রূপালী বাংলাদেশ/রুআ

Shera Lather
Link copied!