শুক্রবার, ০২ মে, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৭:০৮ পিএম

গানের রিয়্যালিটি শো ‘সারেগামাপা’

গ্র্যান্ড ফিনালে’র মঞ্চ মাতাবেন আদনান সামি

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: ফেব্রুয়ারি ১৭, ২০২৫, ০৭:০৮ পিএম

গ্র্যান্ড ফিনালে’র মঞ্চ মাতাবেন আদনান সামি

জি বাংলার সারেগামাপা অনুষ্ঠানের সমাপ্তি পর্বে আদনান সামি

রিয়্যালিটি শো ‘সারেগামাপা’ ‘গ্র্যান্ড ফিনালে’র মাধ্যমে সমাপ্তি হতে যাচ্ছে। সবকিছু ঠিক থাকলে আগামী ২ মার্চ গানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠানের সমাপ্তি পর্ব উদ্‌যাপিত হওয়ার কথা রয়েছে। 

অনুষ্ঠানে অতিথি বিচারকের আসনে দেখা যাবে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন গায়ক আদনান সামি। থাকবেন হৈমন্তী শুক্লা এবং নিয়মিত বিচারকেরা। তালিকায় ইন্দ্রদীপ দাশগুপ্ত, শান্তনু মৈত্র, মিস জোজো, কৌশিকী চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, অন্তরা মিত্র, জাভেদ আলি। সঞ্চালনায় আবীর চট্টোপাধ্যায়। 

সম্প্রতি, দু’দিন ধরে রাজারহাটের ডিআরআর স্টুডিও ‘গ্র্যান্ড ফিনালে’র শুটিং হল। গত আগস্টে শুরু হয়েছিল অনুষ্ঠান। ক্যালেন্ডার বলছে, প্রায় এক বছর একসঙ্গে কাটাতে কাটাতে কখন প্রতিযোগী এবং বিচারকেরা এক পরিবার হয়ে গিয়েছে— কেউ টের পাননি! স্বাভাবিক ভাবেই শুটিং করতে করতে প্রত্যেকে স্মৃতিকাতর হয়ে পড়েছেন। যদিও তাঁরা জানেন, কোনও কিছু শুরু হলে তার শেষ আছে। 

সমাপ্তি পর্ব নিয়ে যদিও এখনও মুখ খুলতে রাজি নন অভিজিৎ। তবে শোনা গিয়েছে, আদনান তাঁর ‘তেরা চেহেরা’, ‘লিফ্ট করা দে’-সহ জনপ্রিয় গানে মঞ্চ মাতিয়ে দেবেন। শিল্পী নিজেও দক্ষ বাদক। তাই পিয়ানো বাজিয়ে গাইতে শোনা যাবে তাঁকে। এ ছাড়া, প্রতিযোগীদের সঙ্গেও তাঁকে গাইতে দেখা যাবে। আর থাকবে শান্তনু, কৌশিকীর গান। 

প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানে এ বছর যুগ্ম প্রতিযোগীদের দেখা যাবে। শিশু এবং বড়দের বিভাগ থেকে একজন করে প্রতি বিভাগে জয়ী হয়েছেন। পুরস্কার হিসাবে সোনার গয়না, নগদ অর্থ পাবেন তাঁরা। প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের জন্য মনোনীত আরাত্রিকা সিংহ, অনীক জানা, অতনু মিশ্র।

আরবি/শহিদুল্লাহ

Link copied!