দক্ষিণ কোরিয়ার সিউলের নিজ বাসা থেকে উদ্ধার করা হয়েছে কোরিয়ান গায়ক হিসাংয়ের মরদেহ। গত সোমবার এই গায়ক মারা গেছেন বলে জানা যায়। তার বয়স হয়েছিল ৪৩ বছর। তবে তার মৃত্যুর কারণ এখনো জানা যায়নি।
হিসাংকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে জরুরি নম্বরে ফোন করেন হিসাংয়ের মা। তাকে উদ্ধারের পর জানা যায়, তিনি আগেই মারা গেছেন।
আরঅ্যান্ডবি সংগীতের গায়ক হিসেবে পরিচিতি পাওয়া হিসাংয়ের এজেন্সি টাজয় এন্টারটেইনমেন্ট জানায়, "হিসাং আমাদের ছেড়ে চলে গেছেন। হৃদ্রোগে আক্রান্ত হয়েছিলেন তিনি।"
তবে গায়কের এই মৃত্যু স্বাভাবিক, নাকি খুন কিংবা আত্মহত্যা—তা এখনো জানা যায়নি। পুলিশ জানিয়েছে, এখনো খুনের কোনো আলামত পাওয়া যায়নি। তারা তদন্ত চালিয়ে যাচ্ছেন।
২০০২ সালে "লাইক আ মুভি" অ্যালবাম দিয়ে অভিষেক ঘটে হিসাংয়ের। এ ছাড়াও ‘ইনসোমনিয়া’, ‘হার্টশো স্টোরি’ গানের জন্য পরিচিতি আছে তার।

 
                             
                                    
 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন